ভারতেই তৈরি হল করোনাভাইরাস পরীক্ষা করার কিট


ভারতেই তৈরি হল করোনাভাইরাস পরীক্ষা করার কিট



ভারতেই তৈরি হল করোনাভাইরাস পরীক্ষা করার কিট। সময় লাগল মাত্র ৬ সপ্তাহ। মহামারীর কোপে যখন দেশের হাজার হাজার মানুষের প্রাণনাশের আশঙ্কা তখন এই সময়োপযোগী আবিষ্কার করলেন পুণের ভাইরোলজিস্ট মিনাল দখাবে ভোসলে। বৃহস্পতিবারই চিকিৎসক ভোসলে এবং তাঁর ইউনিট যে কিট তৈরি করেছে, তা বাজারে এসেছে। প্রথম সপ্তাহেই পুণে, মুম্বই, দিল্লি, গোয়া ও বেঙ্গালুরুর ১৫০টি ল্যাবে এই কিট সরবরাহ করা হয়েছে। যেখানে প্রতিনিয়ত সন্দেহভাজন করোনা আক্রান্তের নমুনা পরীক্ষার কাজ চলছে।




প্রতিটি কিটে অন্তত ১০০ বার নমুনা পরীক্ষা করা যাবে। ভারতীয় মুদ্রায় যার দাম ১২০০ টাকা। প্রসঙ্গত, এই কিট সঠিকভাবে কাজ করলে ভারত এই সঙ্কটে আর্থিক দিক থেকেও লাভবান হবে। এমনিতে বিদেশ থেকে যে সব কিট করোনা পরীক্ষার জন্য আমদানি করা হচ্ছে, তার দাম প্রায় সাড়ে ৪ হাজার টাকা। সেই তুলনায় স্বদেশী করোনা কিটের দাম অর্ধেকেরও কম।পুণের মাইল্যাব ডিস্কভারিতেই করোনা পরীক্ষার কিট তৈরি হয়েছে।


এই বিষয়টি যদি আপনি সরাসরি দেখতে চান তাহলে নীচে দেওয়া ভিডিওতে ক্লিক করুন ও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।