৮০ কোটি ভারতীয়কে ২
টাকার চাল ও ৩ টাকার গম দেবে কেন্দ্র
৮০
কোটি ভারতীয়কে ২ টাকা কেজি দরে গম এবং ৩ টাকা কেজি দরে চাল দেবে কেন্দ্রীয় সরকার।
আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। করোনা ভাইরাসের
সংক্রমণের প্রাদুর্ভাবে দেশজুড়ে আগামী ২১ দিন ধরে লকডাউন চলবে। গতকালই
প্রধানমন্ত্রী এই ঘোষণা করার পর সবথেকে বেশি যে উদ্বেগ মাথাচাড়া দিয়েছে সেটি হল, গরিব মানুষ, যাদের দৈনিক আয়ের উপরই জীবন জীবিকা
জড়িয়ে আছে, তাদের কী হবে। তারা সম্পূর্ণ ঘরবন্দি হয়ে থেকে
কীভাবে জীবন অতিবাহিত করবে। আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে স্থির হয়েছে, চুক্তির ভিত্তিতে যে শ্রমিক ও কর্মীদের আয় হয় বেসরকারি ক্ষেত্রে, তাদের বিশেষ পেমেন্ট দেওয়া হবে। পাশাপাশি ৮০ কোটি গরিব মানুষকে দেওয়া হবে
২ টাকা কেজি দরে চাল ও ৩ টাকা কেজি দরে গম। সাধারণত এই বিশেষ প্রকল্পটি চলে
অন্ত্যোদয় প্রকল্পে। সেই অন্ত্যোদয় প্রকল্পকেই ৮০ কোটি মানুষের মধ্যেই
সম্প্রসারিত করা হয়েছে। গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে এই চালগম দেওয়া হবে। আর
এক্ষেত্রে এক ব্যক্তি সর্বোচ্চ ৭ কেজি করে পেতে পারে খাদ্যশস্য।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই সিদ্ধান্ত
নিয়েছিলেন রাজ্যের সাড়ে ৮ কোটি মানুষকেই আনা হবে বিনামূল্যের চালগম বিতরণের
প্রকল্পে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভরেকর আজ বলেছেন, সম্পূর্ণ অসত্য প্রচার, গুজব এবং ভ্রান্ত ধারণার
বশবর্তী হয়ে সংবাদপত্র পাঠ বহু মানুষ বন্ধ করে দিয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক
শিক্ষিত সমাজের পক্ষে। কারণ সংবাদপত্রের মাধ্যমে করোনা ভাইরাস ছড়ায় না। এটা
বিশেষজ্ঞরাও বলছেন। তাই এই মানসিকতা থেকে বেরিয়ে আসা দরকার।
এদিকে
গতকাল প্রধানমন্ত্রীর ভাষণের পরই ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট আইন গোটা দেশের
জন্য বলবৎ করা হয়েছে। এই আইনের বলে এবার করোনা সংক্রান্ত যে কোনও নির্দেশ
রাজ্যকে দিতে পারবে কেন্দ্র। সাধারণত ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় স্বাস্থ্য
হল রাজ্য সরকারের আওতাভুক্ত। কিন্তু প্রাকৃতিক বিপর্যয় অথবা ম্যান মেড কোনও
দেশজোড়া সঙ্কট উপস্থিত হলে, কেন্দ্র ওই আইন দ্বারা
রাজ্যগুলিকে নির্দেশিকা প্রদান অথবা কেন্দ্র রাজ্য একজোট হয়ে সিদ্ধান্ত গ্রহণের
সুযোগ থাকছে। গতকালের ভাষণের পর আজ প্রধানমন্ত্রী বারাণসীর নাগরিকদের সঙ্গে ভিডিও
কনফারেন্সে কথা বলেন। বারাণসী প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্র। তাই তিনি বিশেষ
ভাবে এই কেন্দ্র সম্পর্কে আগ্রহী। আর এদিন ওই ভিডিও কনফারন্সেই মোদি বলেছেন,
যাঁরা ধনী ও উচ্চবিত্ত, তাঁদের কাছে আমার
আবেদন প্রত্যেক সচ্ছল মানুষ অন্তত ৯টি গরিব পরিবারের দায়িত্ব গ্রহণ করুন। আজ থেকে
নবরাত্রির শুরু। এই নবরাত্রিতে ৯টি পরিবারকে সাহায্য করাই অবে প্রকৃত ধর্মপালন।
আজ
কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর প্রকাশ জাভরেকর বলেছেন, দেশে প্রভূত পরিমাণ খাদ্যপণ্য ও খাদ্যশস্যের ভাণ্ডার আছে। তাই কোনও রকম
খাদ্য সঙ্কটের প্রশ্নই নেই। বরং এফসিআই গোডাউনে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত
খাদ্যশস্য মজুত রয়েছে। কৃত্রিম সঙ্কটের সৃষ্টি করা হলে আইনি ব্যবস্থা নেবে রাজ্য
সরকার। তবে কেন্দ্রীয় সরকার আপাতত তিন সপ্তাহের লকডাউন ঘোষণা করলেও আগামীদিনে এই
লকডাউনের সময়সীমা আরও বাড়বে কি না, সেটা নিয়েই প্রবল জল্পনা
শুরু হয়েছে। আর সেটা নির্ভর করছে করোনা ভাইরাসের সংক্রমণের গতিপ্রকৃতির উপর।
এই
বিষয়টি যদি আপনি সরাসরি দেখতে চান তাহলে নীচে দেওয়া ভিডিওতে ক্লিক করুন ও ভালো
লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।
0 Comments