করোনার পর ‘হান্টা ভাইরাস’, চিনে নতুন
ভাইরাসে মৃত্যু একজনের
করোনা
ভাইরাসের প্রকোপ থেকে মুক্তি পেতে না পেতেই আবার চিনে নতুন ভাইরাসের দেখা মিলেছে।
এই ভাইরাসের নাম হান্টা ভাইরাস। ইতিমধ্যেই এই ভাইরাসের প্রকোপে মৃত্যু হয়েছে এক
ব্যক্তির। তিনি চিনের ইউহান প্রদেশের বাসিন্দা। সূত্রের খবর অনুযায়ী ইঁদুর থেকেই
এই ভাইরাসের সংক্রমণ ঘটেছে।
চীনের
গ্লোবাল টাইমসের তথ্য অনুযায়ী ওই ব্যক্তিটি সোমবার চিনের সানডং প্রদেশে একটি বাসে
করে ফিরছিলেন। সেখানেই তাঁর মৃত্যু হয়। পরে তাঁর শরীরে এই ভয়ঙ্কর ভাইরাসের দেখা
মিলেছে। বসে থাকা বাকি ৩২ জন নাগরিকের শরীরে এই ভাইরাসের পরীক্ষা করা হয়েছে। যদিও
রিপোর্ট এখন ও আসেনি।
তবে এই ভাইরাসটি
বায়ুবাহিত নয়। তবে করোনার মতোই এই ভাইরাসেও একই উপসর্গ দেখা দেয়। সংক্রমিত
ব্যক্তির মল ও মূত্রের মাধ্যমে এবং ইঁদুরের লালার মাধ্যমে এই ভাইরাস সংক্রমিত হয়।
এই ভাইরাসে মৃত্যুর
হার ৩৮ শতাংশ। এই রোগে আক্রান্তদের হান্টা পালমোনারি সিনড্রোম ও রেনাল সিনড্রোমের
সঙ্গে জ্বরও দেখা দেবে।
Ø মাথাব্যথা,
Ø জ্বর,
Ø মাংসপেশীতে
ব্যথা,
Ø মাথাব্যথা,
Ø মাথা ঘোরা,
Ø বমি,
Ø ঠান্ডা লাগা,
Ø শারীরিক
ক্লান্তি, এবং
Ø পেটের সমস্যা
হবে।
Ø তারপরে
শ্বাসকষ্টের সমস্যা,
Ø ফুসফুসে সমস্যা
ও প্র চণ্ড কাশি শুরু
হবে।
0 Comments