লকডাউনের ভয়ে অনেকেই তড়িঘড়ি অনলাইনে জিনিসপত্রের অর্ডার দিয়ে
ফেলেছেন। যার কিছু অবশ্যই দরকারি, আবার
কিছু এই মুহূর্তে না কিনলেও চলত। কিন্তু জানেন কি, করোনাভাইরাসের
জীবাণু কার্ডবোর্ড আর প্লাস্টিকে ১ থেকে ৩ দিন বেঁচে থাকতে পারে? অর্থাৎ ছুটির মধ্যে রাতে যে জমিয়ে পিৎজা দিয়ে
ডিনার সারবেন ভাবছেন, পিৎজার বাক্স করেই চলে আসতে পারে
করোনার জীবাণু।
নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন-এ প্রকাশিত হয়েছে এই তথ্য।
গবেষণায় দেখানো হয়েছে, কোন সারফেসে
করোনাভাইরাসের জীবাণু কতদিন বাঁচতে পারে। গবেষকরা বলছেন, তামা
আর কার্ডবোর্ডের থেকে করোনা জীবাণু প্লাস্টিক আর স্টিলে বেশিদিন বাঁচে। তামায়
সবথেকে কম, ৪ ঘণ্টার পর আর জীবাণুর তেমন হদিশ মেলে না,
কার্ডবোর্ডে থাকে ২৪ ঘণ্টা আর প্লাস্টিকে ৭২ ঘণ্টা! জার্মানির
গবেষকরা জানাচ্ছেন, এমনিতে করোনার জীবাণু বাঁচে ৪-৫ দিন।
কিন্তু কম তাপমাত্রা ও বাতাসে আর্দ্রতা বেশি থাকলে করোনার পোয়াবারো, তাদের জীবনীশক্তি বেড়ে যায়।
থাকার জন্য করোনা জীবাণুর সব থেকে পছন্দ স্টেনলেস স্টিল আর
প্লাস্টিক। অর্থাৎ কুরিয়ার প্যাকেজ, স্মার্টফোনের বাক্স- কোনও কিছুই নিরাপদ নয় এই মুহূর্তে। অতএব ঘন ঘন হাত
পরিষ্কার করুন স্যানিটাইজারে, মেঝে, টেবিল,
জানলার ধাপ- সব পরিষ্কার করে মুছে রাখুন। যদি এমন কিছুতে হাত দেন,
যা অন্য কেউ আগে হাত দিয়েছে, সাবধান, করোনা ছড়াতে পারে।
এই বিষয়টি যদি
আপনি সরাসরি দেখতে চান তাহলে নীচে দেওয়া ভিডিওতে ক্লিক করুন ও ভালো লাগলে আমাদের
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।
0 Comments