ডাক্তার, নার্স নিয়োগ করছে স্বাস্থ্যদপ্তর


১২ হাজার ডাক্তার, নার্স নিয়োগ করছে স্বাস্থ্যদপ্তর


ফের স্বাস্থ্যে নিয়োগ করতে চলেছে রাজ্য। এবার চিকিৎসক-স্বাস্থ্যকর্মী-টেকনোলজিস্ট মিলিয়ে প্রায় ১২ হাজার লোক নিয়োগ করতে চলেছে স্বাস্থ্যভবন। এর মধ্যে ৯৩৩৩ জন নার্স, ৮৬৩ জন মেডিক্যাল টেকনোলজিস্ট এবং ১৫০০ মেডিক্যাল অফিসার রয়েছেন। রাজ্য স্বাস্থ্যদপ্তরের কর্মী নিয়োগকারী সংস্থা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড (ডব্লুউবিএইচআরবি) (WBHRB) সূত্রে রবিবার এই খবর মিলেছে। এদিকে সমস্যা হল, দিনক্ষণ চূড়ান্ত না হলেও শিয়রে রয়েছে পঞ্চায়েত ভোট! ফলে নিয়োগ প্রক্রিয়া ব্যাহত হওয়ারও আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে ডব্লুবিএইচআরবি’র চেয়ারম্যান ডাঃ তাপস মণ্ডল বলেন, নার্স ও ডাক্তার সংক্রান্ত নিয়োগের নোটিস এ মাসেই যত দ্রুত সম্ভব জারি করা হবে। আর আমরা একটি অরাজনৈতিক স্বায়ত্তশাসিত নিয়োগ সংস্থা। ভোটের সঙ্গে এর কাজের কোনও সম্পর্ক থাকার কথা নয়। তাও আদর্শ আচরণবিধি জারি হলে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা নিয়োগগুলি যাতে আটকে না যায়, সেজন্য প্রয়োজনে নির্বাচন কমিশনের দ্বারস্থ হব।


কিছুদিন আগেও প্রায় আট হাজার স্টাফ নার্স চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রাজ্য স্বাস্থ্যদপ্তরে কর্মী নিয়োগকারী এই সংস্থা। সাম্প্রতিককালের মধ্যে সবচেয়ে কম মাত্র ৬৩২ জন পেয়েছিল তারা। ফলে ৭৩৬৮টি শূন্যপদ রয়েই গিয়েছে। এতগুলি পদ ছাড়াও আরও প্রায় দু’হাজার শূন্যপদ পূরণের লক্ষ্যমাত্রা রেখেছে এই সংস্থা।




কিন্তু, নার্সিংয়ের ক্ষেত্রে যেখানে আগ্রহী পদপ্রার্থীর সংস্থা প্রচুর, সেখানে এর আগেরবার ফল এত খারাপ হল কেন? ১০ শতাংশেরও কম পদ পূরণ হওয়ার কারণই বা কী? রাজ্য নার্সিং শাখার এক শীর্ষকর্ত্রী বলেন, এবার অবস্থা এতটা খারাপ হবে না। তাঁর দাবি, ৯৩৩৩ জনের মধ্যে বেশিরভাগ পদই পূরণ হয়ে যাবে। কারণ, বহু নার্সিং পাঠ্যক্রমের সময়সীমা শেষ হয়েছে ইতিমধ্যে। ফলে নার্সিং শাখায় প্রচুর নতুন চাকরিপ্রার্থী তৈরি হয়েছেন। আশা করা যায়, সরকারি চাকরির সুযোগ তাঁরা হাতছাড়া করতে চাইবেন না।




এবার আসা যাক, রাজ্য স্বাস্থ্য দপ্তরের কর্তারা যে বিষয় নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগে থাকেন, সেই চিকিৎসক সঙ্কট মেটানোর বিষয়ে। কিছুদিন আগেও রাজ্য স্বাস্থ্যদপ্তর কমবেশি প্রায় এক হাজার চিকিৎসক তথা জেনারেল উিউটি মেডিক্যাল অফিসার (জিডিএমও) চেয়েছিল। সেইমতো বিজ্ঞপ্তি জারি করে ডব্লুবিএইচআরবি। দেখা যায়, পাওয়া গিয়েছে ৬০০ জন চিকিৎসককে। কিন্তু, পেলেই তো হল না, শেষ পর্যন্ত তাঁরা কাজে যোগ দেবেন তো? রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডাঃ অজয় চক্রবর্তী আশাব্য‌ঞ্জক সুরে বললেন, খুব ভালো সংখ্যক চিকিৎসক শেষ পর্যন্ত কাজে যোগ দিতে আসছেন। আমাদের আরও ১৫০০ জিডিএমও দরকার। নিশ্চয়ই সেইমতো নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করবে এইচআরবি (HRB)



সূত্রের খবর, ৮৬৩ জন মেডিক্যাল টেকনোলজিস্টের মধ্যে সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে ইসিজি এবং ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্ট শাখায়। যথাক্রমে ৩১৭ এবং ৩৩২টি। এছাড়া অপারেশন থিয়েটার, রেডিও ডায়াগনস্টিক প্রভৃতি শাখাতেও বহু শূন্যপদ রয়েছে। ফাঁকা রয়েছে ডায়ালিসিস টেকনোলজিস্ট, ক্যাথল্যাব টেকনোলজিস্ট, পারফিউশনিস্ট, অডিওমেট্রিস্ট প্রভৃতি টেকনোলজিস্টের পদও। ডব্লুবিএইচআরবি’র চেয়ারম্যান তাপসবাবু বলেন, মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছিল গত বছর ডিসেম্বর মাসে। অনলাইন রেজিস্ট্রেশনের শেষ দিন ছিল ২০ জানুয়ারি, সেই কাজ শেষ। এ মাসে আমরা ইন্টারভিউ-এর চিঠি পাঠানো এবং বাকি প্রক্রিয়াগুলি শেষ করব।


এই বিষয়টি যদি আপনি সরাসরি দেখতে চান তাহলে নীচে দেওয়া ভিডিওতে ক্লিক করুন ও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।