মৎস্যজীবীদের ঋণ দিতে কোমর বেঁধে নামছে রাজ্য


উপকৃত হবেন সাড়ে ৭ লক্ষেরও বেশি মৎস্যজীবী
কিষাণ ক্রেডিট কার্ডে ১ এপ্রিল থেকে মৎস্যজীবীদের ঋণ দিতে কোমর বেঁধে নামছে রাজ্য 



কিষাণ ক্রেডিট কার্ডের আওতায় কৃষকদের সঙ্গে এবার গুরুত্ব পেতে চলেছে মৎস্যজীবীরাও। ওই কার্ডের মাধ্যমে মৎস্যজীবীরা যাতে ঋণ পান তা নিশ্চিত করতে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। মৎস্য দপ্তরের পক্ষ থেকে রাজ্যের সব জেলাশাসকের উদ্দেশ্যে এই মর্মে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে বলে দপ্তর সূত্রে খবর। এর আওতায় অন্তর্দেশীয় মৎস্যজীবীর পাশাপাশি সমুদ্রে যাঁরা মাছ ধরতে যান, তাঁরাও রয়েছেন। এর ফলে রাজ্যে লক্ষ লক্ষ মৎস্যজীবী উপকৃত হতে চলেছেন। ১ এপ্রিল থেকে তা চালু হচ্ছে। এজন্য দপ্তরের পক্ষ থেকে একটি গাইডলাইন ও একটি ফর্ম্যাট তৈরি করা হয়েছে। এই বিষয়ে কতজনকে করা হচ্ছে, কী করা হচ্ছে তা নিয়ে প্রতি মাসে মৎস্য দপ্তরকে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। কীভাবে মনিটর বা মূল্যায়ণ করা হবে, তাও বলে দেওয়া হয়েছে। ২০২০-২১ সালে মৎস্যজীবীদের টার্গেটও বেঁধে দেওয়া হয়েছে। ইমেলে প্রতি মাসের ৫ তারিখে এ বিষয়ে জানাতে হবে বলে বলা হয়েছে। ডিরেক্টর অব ফিশারি রাজ্যস্তরে এটা মনিটর করবে। এবছর প্রত্যেক জেলাতে অন্তত ১৮০০ জন মৎস্যচাষিকে এর আওতায় নিয়ে আসার কথা বলা হয়েছে।



জানা গিয়েছে, এতে মিষ্টি জলের পোনা জাতীয় মাছ চাষ, শিঙি, মাগুর মাছের চাষ, ঈষৎ নোনা জলে চিংড়ি, কাঁকড়ার চাষ ছাড়া অন্যান্য মাছ চাষে ঋণ নেওয়ার সুযোগ পাবেন। সমুদ্রে যাঁরা মাছ ধরতে যাবেন, তাঁদের অন্যান্য সুবিধার কথাও বলা হয়েছে। পাশাপাশি অন্য একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যত জলাশয় অব্যবহৃত রয়েছে, সেগুলিকে মাছ চাষের উপযোগী করতে হবে। প্রতি জেলায় মিন কথা নামে অন্তত ৫০টি গ্রাম পঞ্চায়েতে প্রশিক্ষণ শিবির করা হবে। যা ইতিমধ্যে চলছে। জেলাশাসকদের জলাশয় সম্পদগুলি নিয়ে জেলাভিত্তিক পরিকল্পনা করতে বলা হয়েছে।




ওয়েস্টবেঙ্গল প্রফেশনাল ফিশারিজ গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের (WBPFGA) প্রেসিডেন্ট ড. নারায়ণ বাগ জানান, গ্রামীণ ও আর্থিক বিকাশে মাছ চাষ এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী গত কয়েকবছরে অনেক প্রকল্প রূপায়ণ করে মৎস্যজীবীদের পাশে দাঁড়িয়েছেন। প্রতিটি প্রান্তিক মৎস্যজীবী যাতে দপ্তরের পরিষেবাগুলি পেতে পারেন, তার জন্য পরিকাঠামো কৃষি ও প্রাণী সম্পদ দপ্তরের সমতুল করতে স্পেশাল টাস্কফোর্স গড়া হয়েছিল। আমরা আশাবাদী, দ্রুত মৎস্য দপ্তরের পুনর্গঠনও সম্পন্ন হবে।


এই বিষয়টি যদি আপনি সরাসরি দেখতে চান তাহলে নীচে দেওয়া ভিডিওতে ক্লিক করুন ও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।






Post a Comment

0 Comments