ভর্তুকিহীন খাদ্যের বিশেষ
রেশন কার্ড পাঠানোর কাজ শুরু করল খাদ্যদপ্তর
ভর্তুকিবিহীন খাদ্যসামগ্রী পাওয়ার বিশেষ রেশন কার্ড
আবেদনকারীদের বাড়িতে ডাকযোগে পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। খাদ্যমন্ত্রী
জ্যোতিপ্রিয় মল্লিক শুক্রবার জানিয়েছেন, মার্চ মাসের গোড়া থেকে আবেদনকারীদের বাড়িতে কার্ড পৌঁছতে
শুরু করবে। সরস্বতী প্রেসে ছাপানোর পর তা গ্রাহকদের বাড়িতে পৌঁছনোর জন্য ডাক
বিভাগকে হস্তান্তর করা হয়েছে। প্রথম দফায় প্রায় সাড়ে ১৩ লক্ষ বিশেষ কার্ড পাঠানো
হচ্ছে। এই কার্ডগুলি অবশ্য সবই জেলার। কলকাতা পুরসভা এলাকায় দুই লক্ষেরও কিছু বেশি
কার্ড তৈরির কাজ এখন চূড়ান্ত পর্যায়ে আছে।
দেশের মধ্যে পশ্চিমবঙ্গেই প্রথম ভর্তুকিবিহীন খাদ্য
পাওয়ার রেশন কার্ড তৈরির উদ্যোগ নেয় সরকার। এর কারণ সরকার মনে করে, বহু মানুষ রেশন দোকান থেকে
ভর্তুকিতে সরবরাহ করা চাল-গম নিতে আগ্রহী না হলেও পরিচয়পত্র হিসেবে রেশন কার্ড
রাখতে আগ্রহী। কিন্তু আইনত খাদ্য সামগ্রী ছাড়া রেশন কার্ড দেওয়া যায় না। এই কারণে
ভর্তুকিহীন খাদ্য সামগ্রী নেওয়ার রেশন কার্ড নাম দেওয়া হয়। বাস্তবে এই কার্ড
দেখিয়ে রেশন দোকান থেকে কোনও জিনিস কেনার ব্যাপারে বাধ্যতামূলক কিছু নেই। এই
কার্ড দেখিয়ে কেরোসিন তেলও পাওয়া যাবে না। পুরনো সাদা কাগজের রেশন কার্ড দেখিয়ে
কেরোসিন তেল পাওয়ার ব্যবস্থা যেমন চলছে তা থাকবে।
কোনও কিছু পাওয়ার সুযোগ এখন না থাকলেও এই কার্ড
করানোর ব্যাপারে ভালো সাড়া এসেছে বলে খাদ্যদপ্তরের দাবি। অনেক রেশন গ্রাহক
তাঁদের ভর্তুকিতে খাদ্যসামগ্রী পাওয়ার রেশন কার্ডটি ছেড়ে দিয়ে এই বিশেষ কার্ডটি
পাওয়ার আবেদন করেছেন। এর মধ্যে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের গ্রাহকরাও রয়েছেন।
খাদ্যমন্ত্রী জানিয়েছেন, বিশেষ রেশন
কার্ডের আবেদনকারীদের প্রায় অর্ধেক নিজেদের ভর্তুকির খাদ্য পাওয়ার রেশন কার্ডটি
ছেড়ে দিতে চেয়েছেন। বিশেষ কার্ডটি ইস্যু হওয়ার সঙ্গে সঙ্গে তাঁদের ভর্তুকির খাদ্য
পাওয়ার ডিজিটাল কার্ডটি বাতিল হয়ে যাবে। এখনও প্রতিদিন গড়ে প্রায় সাতশো জন এই
বিশেষ কার্ড করানোর জন্য অনলাইন ও অফলাইনে আবেদন করছেন। ভর্তুকিবিহীন কার্ডের
জন্য শুধু অনলাইনে আবেদন করার ব্যবস্থা চালু করেছিল খাদ্যদপ্তর।
বিশেষ শিবিরে দুই দফায় ভর্তুকির খাদ্য পাওয়ার জন্য
নতুন ডিজিটাল রেশন কার্ডের জন্য বহু মানুষ আবেদন করেছিলেন। খাদ্যদপ্তর জানিয়েছে, ইতিমধ্যে ৩০ লক্ষেরও কিছু বেশি কার্ড
ডাকযোগে পাঠানো হয়েছে। আরও প্রায় ৪৪ লক্ষ রেশন কার্ড এখন ছাপা হচ্ছে। এদিকে অল
ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন খাদ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়েছে,
রাজ্য জুড়ে খাদ্যদপ্তরের রেশন অফিসগুলিতে প্রচুর সংখ্যক বিলি না
হওয়া ডিজিটাল কার্ড পড়ে রয়েছে। ওই কার্ডগুলি ফিরিয়ে এনে ডাকযোগে পাঠানোর
ব্যবস্থা করার জন্য উদ্যোগ দিতে সংগঠন অনুরোধ করেছে।
এই বিষয়টি যদি আপনি সরাসরি দেখতে চান তাহলে নীচে দেওয়া ভিডিওতে
ক্লিক করুন ও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।
0 Comments