রাজ্যে নতুন চূড়ান্ত ভোটার তালিকা
প্রকাশ
২০২০ সালের চূড়ান্ত ভোটার তালিকা
প্রকাশিত হল বৃহস্পতিবার। তাতে দেখা যাচ্ছে, এ বছর রেকর্ড প্রায় ২১ লক্ষ নতুন
ভোটারের নাম অন্তর্ভুক্ত হয়েছে। সেই সংখ্যা হল ২০ লক্ষ ৬৯ হাজার ১৬২। যা গত কয়েকটি
বছরের তুলনায় বেশি। গত ১ জানুয়ারি যাঁদের বয়স ১৮ বছর হয়েছে, সেই
নতুন ভোটারের নাম ওঠার ক্ষেত্রে বৃদ্ধির হার হল ৩.০৮ শতাংশ। এর আগে কখনও এই
বৃদ্ধির হার ৩ শতাংশে পৌঁছয়নি। এনআরসি, সিএএ’র আতঙ্কেই এবার
ভোটার তালিকায় নাম তোলার হিড়িক পড়ে গিয়েছিল। ভোটার তালিকায় নাম না থাকলে যদি
কেন্দ্রীয় সরকার কোনও ব্যবস্থা নেয়, এই আতঙ্কে নাম তোলা ও
সংশোধনের জন্য সকলেই উদ্যোগী হয়ে ওঠেন। নাম তোলা, বাদ দেওয়া
ও সংশোধনের জন্য ৮০ লক্ষ আবেদন জমা পড়েছিল। সেটাও অতীতের সব রেকর্ডকে ছাপিয়ে
গিয়েছে।
শুধু নাম তোলার ক্ষেত্রে রেকর্ড নয়, নির্বাচন কমিশন সূত্রে
জানা গিয়েছে, এবার নাম বাদ দেওয়ার সংখ্যাও অন্য কয়েক বছরের
তুলনায় অনেক বেশি। সেই সংখ্যা হল ২ লক্ষ ৭৪ হাজার ৭৫৫। এবার অবশ্য নাম বাদ দেওয়ার
ক্ষেত্রে বিশেষ সতর্কতা জারি করেছিল নির্বাচন কমিশন। বারবার খতিয়ে দেখে সরেজমিনে
বিচার করে তবেই নাম বাদ দিতে হবে বলে নির্দেশ দিয়েছিল কমিশন। সেই সঙ্গে এবার নাম
সংশোধনের আবেদন জমা পড়েছিল ৪০ লক্ষের বেশি। সেই সব আবেদনের শুনানি করে নতুন
তালিকায় দেখা গিয়েছে, সংশোধন হয়েছে ৩৪ লক্ষ ৩১ হাজার ৯৯৫
জনের ভোটার কার্ড। যা অতীতের সব বছরের থেকে বেশি। তবে এদিন দক্ষিণ ২৪ পরগনা জেলা
বাদে বাকি রাজ্যের ভোটার তালিকা প্রকাশ হয়েছে। ভোটার তালিকা সংশোধনের সময়
গঙ্গাসাগর মেলা চলায় ওই জেলার জন্য দিনক্ষণ বাড়িয়ে দেওয়া হয়েছিল। ওই জেলায় ১১ লক্ষ
আবেদন জমা পড়েছে। তা শুনানি করে ওই জেলার ভোটার তালিকা প্রকাশ হবে আগামী ৬ মার্চ।
দক্ষিণ ২৪ পরগনা বাদে বাকি রাজ্যের মোট
ভোটারের সংখ্যা হল ৬ কোটি ৩৯ লক্ষ ১৭ হাজার ৮২৫। যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা
হল ৩ কোটি ২৬ লক্ষ ৭২ হাজার ৫৯৯। মহিলা ভোটারের সংখ্যা হল ৩ কোটি ১২ লক্ষ ৪৩ হাজার
৯৮৪। তৃতীয় লিঙ্গের সংখ্যা হল ১২৪২। ভোটার তলিকায় মহিলা ভোটারের সংখ্যাও বেড়েছে।
এক হাজার পুরুষ ভোটারের অনুপাতে মহিলা ভোটারের সংখ্যা হল ৯৫৬। আগের তুলনায় মহিলা
ভোটারেরও অনুপাত বেড়েছে। রাজ্যের ২৬৩টি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা এদিন
প্রকাশিত হল। এই ভোটার তালিকার উপর ভিত্তি করেই আগামী পুরভোট হবে।
0 Comments