ভর্তুকিহীন কার্ড বিলি এখনও শুরু হয়নি, ভর্তুকিতে রেশন
পেতে আগ্রহই বেশি
নতুন
রেশন কার্ড দেওয়ার জন্য গত সেপ্টেম্বর ও নভেম্বর মাসে দুই দফায় রাজ্য জুড়ে বিশেষ
অভিযান চালিয়েছিল খাদ্য দপ্তর। নভেম্বর মাসে দ্বিতীয় পর্যায়ের অভিযানের সময়
ভর্তুকিতে খাদ্য মিলবে না, এমন বিশেষ রেশন কার্ডের জন্য আবেদন নেওয়া
শুরু হয়। এখন দেখা যাচ্ছে, ভর্তুকিতে চাল-গম পাওয়ার রেশন
কার্ড পাওয়ার ইচ্ছা তুলনামূলকভাবে অনেক বেশি। ভর্তুকিতে চাল-গম পাওয়ার জন্য নতুন
রেশন কার্ড পেতে তিন এবং চার নম্বর ফর্মে প্রায় ৫১ লক্ষ আবেদনপত্র জমা পড়েছে।
যেখানে অনলাইন ও অফলাইন মিলিয়ে ভর্তুকি বিহীন রেশন কার্ডের জন্য আবেদনের সংখ্যা
পৌনে তিন লক্ষের মতো। একটি আবেদনপত্রে একাধিক জনের নাম থাকার কারণে মোট
আবেদনকারীর সংখ্যা স্বাভাবিকভাবেই আরও বেশি। নতুন রেশন কার্ড পাওয়ার বহু আবেদনের
এখনও নিষ্পত্তি হয়নি। খাদ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী তিন এবং চার নম্বর ফর্মে জমা
পড়া প্রায় ৩০ লক্ষ আবেদনের নিষ্পত্তি করা হয়েছে। তার ভিত্তিতে প্রায় ৩৫ লক্ষ
ভর্তুকি পাওয়া রেশন কার্ড ছাপার জন্য পাঠানো হয়েছে। তার মধ্যে ২৫ লক্ষ কার্ড ডাক
বিভাগের মাধ্যমে আবেদনকারীর কাছে পাঠিয়েও দিয়েছে খাদ্য দপ্তর।
সেখানে
ভর্তুকির খাদ্য মিলবে না, এমন প্রায় সাড়ে তিন লক্ষ রেশন কার্ড
ছাপানোর জন্য পাঠানো হয়েছে। ভর্তুকিহীন রেশন কার্ড ডাকযোগে গ্রাহকদের বাড়িতে
পৌঁছে দেওয়ার কাজ এখনও শুরু হয়নি। খাদ্য দপ্তরের রিপোর্ট থেকে জানা যাচ্ছে,
ভর্তুকি ছাড়া কার্ডের জন্য অনলাইনে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ১০ নম্বর
ফর্মের মাধ্যমে প্রায় ১ লক্ষ ৭৮ হাজার আবেদনপত্র জমা পড়েছে। এর মধ্যে প্রায় ১ লক্ষ
১৬ হাজার আবেদনপত্রের কার্ড ছাপানোর জন্য পাঠানো হয়েছে। ওই আবেদনপত্রগুলিতে থাকা
মোট ৩ লক্ষ ৪৭ হাজার ২৬৩টি কার্ড আপাতত ছাপানো হচ্ছে। নভেম্বর মাসে দ্বিতীয়
পর্যায়ের অভিযানের সময় বিশেষ শিবিরের মাধ্যমে অফলাইনে ৯৫ হাজার ৩৮৬টি ১০ নম্বর
ফর্ম জমা পড়ে। কিন্তু অফলাইনে জমা পড়া মাত্র ৯৯৪৩টি আবেদনপত্রের নিষ্পত্তি হয়েছে।
১০ নম্বর ফর্মের ভিত্তিতে অফলাইনে জমা পড়া কোনও ভর্তুকিহীন কার্ড এখনও ছাপানোর
জন্য পাঠানো হয়নি।
খাদ্য
দপ্তর মনে করেছিল, বহু মানুষ রেশনের চাল-গম নিতে আগ্রহী নন।
কিন্তু একটা রেশন কার্ড তাঁরা পরিচয়পত্র হিসেবে রাখতে চান। এই কারণেই ভর্তুকিতে
খাদ্যসামগ্রী মিলবে না, এমন বিশেষ কার্ড চালু করার সিদ্ধান্ত
নেওয়া হয়। এই কার্ড দেখালে কয়েকটি বড় শপিং মল সংস্থায় ছাড় পাওয়ার ব্যবস্থা চালু
করা নিয়ে আলোচনা হলেও তা এখনও বাস্তবায়িত হয়নি। এটা করা গেলে এই কার্ড করানোর
উৎসাহ বাড়বে বলে আশা করছেন দপ্তরের আধিকারিকরা।
খাদ্য
দপ্তরের রিপোর্ট থেকে জানা যাচ্ছে, রেশন কার্ডের একটা বড় অংশে নানা
ভুলভ্রান্তি থাকার কারণে সবথেকে বেশি আবেদনপত্র জমা পড়েছে সংশোধনের জন্য। নাম,
ঠিকানা, অভিভাবকের নাম প্রভৃতিতে ভুল থাকার
সংশোধন করতে হচ্ছে গ্রাহকদের। রেশন কার্ডে কোনও সংশোধন করতে গেলে ৫ নম্বর ফর্মে
আবেদন করতে হয়। সেপ্টেম্বর ও নভেম্বর মাসে দুই পর্যায়ের শিবিরে সংশোধনের জন্য
প্রায় ৫৮ লক্ষ আবেদনপত্র জমা পড়ে। তার মধ্যে প্রায় ৩৬ লক্ষ আবেদনপত্রের নিষ্পত্তি
করে দিয়েছে খাদ্য দপ্তর। সংশোধিত প্রায় ৮০ লক্ষ কার্ড ছাপানোর জন্য পাঠানো
হয়েছে। তার মধ্যে প্রায় ৪৮ লক্ষ ছাপিয়ে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য
জেলাগুলিতে পাঠিয়েও দিয়েছে খাদ্য দপ্তর। সংশোধিত কার্ড গ্রাহকের কাছে ডাকযোগে
পাঠানো হচ্ছে না। গ্রাহককে আগের কার্ডটি ফেরত দিয়ে খাদ্য দপ্তরের স্থানীয় অফিস
থেকে সংশোধিত কার্ডটি সংগ্রহ করে নিতে হচ্ছে।
এই বিষয়টি যদি আপনি সরাসরি দেখতে চান তাহলে নীচে দেওয়া ভিডিওতে
ক্লিক করুন ও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।
0 Comments