পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্প
স্বাস্থ্য সাথী
প্রকল্প কী? (Swasthya Sathi)
পশ্চিমবঙ্গের সকল সাধারণ মানুষের
সুস্বাস্থ্যের দিকে খেয়াল রেখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কতৃক গৃহীত একটি
মেডিক্লেম পলিসি হল ‘স্বাস্থ্য সাথী প্রকল্প’। এই
প্রকল্পের উদ্দেশ্য হল,
রাজ্যের সাধারণ মানুষের কাছে কম খরচে আধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে
দেওয়া।
The scheme
was officially launched by Hon’ble CM on 30th December 2016.
স্বাস্থ্য সাথী
প্রকল্পের সুবিধা :-
- ‘স্বাস্থ্য সাথী প্রকল্প’-এর মাধ্যমে প্রত্যেক পরিবার বীমার আওতায়
থাকার সুযোগ পাবে।
- স্বাস্থ্য
সাথী পরিবারের নিয়ম অনুযায়ী প্রতি পরিবার ১.৫ লক্ষ টাকা পর্যন্ত প্রাথমিক
স্বাস্থ্য সুরক্ষা পাবে।
- যদি
প্রকল্পের অন্তর্ভুক্ত যেকোনো পরিবারের কোনও ব্যক্তি বিশেষ কোনও জটিল রোগে
অসুস্থ হয়ে পড়েন,
তবে চিকিৎসার জন্য সরকারের তরফ থেকে ৩.৫ লক্ষ টাকা পর্যন্ত
স্বাস্থ্য সুরক্ষা পাওয়া যাবে।
- প্রকল্পের
আওতায় থাকা ব্যক্তি অসুস্থকালীন বিনামূল্যে ঔষধ, খাবার,
পরীক্ষা-নিরীক্ষা এবং হাসপাতালের চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে
পারবে।
- রোগীর ভর্তির আগে এবং ছাড়া পাওয়ার পরবর্তী পাঁচ দিনের ঔষধ বিনামূল্যে পাবে এবং সরকার থেকে যাতায়াত খরচা বাবদ অতিরিক্ত ২০০ টাকা পাবে।
স্বাস্থ্য সাথী
প্রকল্পের জন্য বাধ্যতামূলক নিয়মাবলী :-
- ‘স্বাস্থ্য সাথী প্রকল্প’ এর সুবিধা নিতে গেলে রোগীর পরিবারে অবশ্যই
থাকতে হবে স্বাস্থ্য সাথী কার্ড। সঠিক পদ্ধতি এবং নিয়মাবলী অবলম্বনের মাধ্যমে
সরকারের কাছে আবেদন করলেই পাওয়া যাবে স্বাস্থ্য সাথী কার্ড।
- বিনামূল্যে
চিকিৎসা পরিষেবা নিতে হলে রোগীকে অবশ্যই কোনও সরকারি হাসপাতালে কিংবা
বেসরকারি হাসপাতাল এবং নার্সিং হোম (যেগুলি ‘স্বাস্থ্য সাথী প্রকল্প’ এর
আওতাভুক্ত) এ ভর্তি হতে হবে।
এবিষয়ে আরও বিস্তারিত জানতে নীচে
দেওয়া লিংক-এ ক্লিক করুন,
স্বাস্থ্য সাথী
প্রকল্পে যুক্ত হওয়ার জন্য যোগ্যতা :-
‘স্বাস্থ্য সাথী
প্রকল্প’ এর সুবিধা ভোগ করতে হলে ব্যাক্তি’কে অবশ্যই নীচের যেকোনো একটি’র
অন্তর্ভুক্ত হতে হবে –
- নিরাপত্তা
কর্মী (গ্রিন ভলান্টিয়ার্স, সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্স, সিভিক ভলান্টিয়ার্স, ভিলেজ ভলান্টিয়ার্স),
হোমগার্ড, আইসিডিএস কর্মী ও সহকারী।
- শ্রমিক
বা দিন-মজুর, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের স্বনির্ভর গোষ্ঠীভুক্ত, পুরসভা এলাকায় স্বনির্ভর গোষ্ঠীভুক্ত, আশা
কর্মী, অনারারি হেলথ ওয়ার্কার্স।
- স্বামী, স্ত্রী,
পিতা-মাতা ও শ্বশুর-শাশুড়ি, আঠেরো বছর
পর্যন্ত প্রত্যেক ছেলে-মেয়ে।
- ত্রিস্তর
পঞ্চায়েতের সকল সদস্য ও তাঁদের পরিবার, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আংশিক শিক্ষক
ও শিক্ষাকর্মী।
কীভাবে আবেদন
করবেন?
স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায়
সুবিধা পেতে গেলে রোগীর পরিবারে অবশ্যই থাকতে হবে স্বাস্থ্য সাথী কার্ড। সঠিক
পদ্ধতি ও নিয়মাবলী অবলম্বন করে আবেদন করলে সহজেই পেয়ে যাবেন আপনার স্বাস্থ্য সাথী
কার্ড।
এক্ষেত্রে জেলার ব্লকস্তরের
বাসিন্দা’দেরকে বিডিও অফিসে এবং শহরের বাসিন্দা’দেরকে পুরসভায় যোগাযোগ করতে হবে।
ব্যক্তি চাইলে ‘স্বাস্থ্য সাথী
প্রকল্প’ এর টোল-ফ্রি নম্বর ১৮০০-৩৪৫-৫৩৮৪ এ অথবা উপরে দেওয়া লিংকে গিয়ে বিস্তারিত
জানতে পারেন।
Form B download link
1) Basic health cover for secondary and
tertiary care up to Rs. 5 lakh per annum per family.
2) Up to Rs 1.5 Lakh through Insurance
Mode and beyond 1.5 lakh to 5 Lakh through Assurance Mode.
3) The scheme was rolled out from
01.02.2017. National Insurance Company was an insurance partner in 9 Districts and
United India Insurance Company in 11 Districts up to 28.02.2018. The scheme was
implemented under assurance mode for the month of March, 2018.
4) From 01.04.2018 to 15.01.2020, Bajaj
Allianz selected as Insurance Partner in 18 Districts and from 01.04.2018 to
31.12.2019, IFFCO TOKYO selected as Insurance Partner in 5 Districts. The
service of 5 districts has been extended by Swasthya Sathi Assurance Mode up to
15.01.2020.
5) The service is continued by new
Insurance Company from 16.01.2020. National Insurance Company is selected as
Insurance Partner in 6 Districts (Cluster-I), Oriental Insurance Company is
selected as Insurance Partner in 9 Districts (Cluster-II), United India
Insurance Company is selected as Insurance Partner in 8 Districts
(Cluster-III).
6) Paperless, Cashless, Smart Card
based.
7) There is no cap on the family size
and Parents from both the Spouse are included. All dependent physically
challenged persons in the family are also covered.
8) All pre-existing diseases are
covered.
9) The entire premium is borne by the
State Government and no contribution from the beneficiary.
10) Online Swathya Sathi Smart card is provided
to each family on the day of Enrolment. Smart Card captures the details of the
family members, Photographs, biometric, address, Mobile Number, SECC ID.
11) Management of the scheme is in
paperless IT platform from day one.
12) Online empanelment & gradation of
Hospitals based on the services and infrastructure available
13) 100% online Pre-authorisation with the turn around time of 24 Hrs.
14) SMS triggers and instant alerts to
the beneficiaries on blocking of the card.
15) Real-time uploading of E-health
record of the beneficiaries on discharge
16) Claim reimbursement to the hospital
with TAT of 30 days else interest are being charged for delayed payment.
17) 24X7 toll-free Call Centre (1800 345 5384)
with the feedback option
18) Online grievance monitoring Mechanism
19) Online triggers and alerts to detect
probable frauds with escalation matrix.
20) Android-based Swasthya Sathi Mobile
app for assistance to the beneficiaries
বন্ধুরা আপনারা ওপরের অংশটি পড়ে জানতে পারলেন কিভাবে
স্বাস্থ্যসাথী প্রকল্পে নিজেকে নথিভুক্ত করতে পারবেন। কিন্তু নথিভুক্ত করা ছাড়াও এমন
অনেক মানুষ আছেন যাদের স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও পরিবারের সকল সদস্যদের নাম
সেই কার্ডে থাকে না, এছাড়াও কিছু মানুষের বিবাহের পর নতুন পরিবারে নিজের নাম নথিভুক্ত
করানোর দরকার হয়।
সেক্ষেত্রে আপনারা সরকার অনুমোদিত Form A তে আবেদন (অফলাইনে)
জানাতে পারেন।
কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, কোথায় জমা
করবেন সম্পূর্ণ পদ্ধতি নীচের ভিডিওতে আলোচনা করা হল
Form A download link
নতুন আবেদনের জন্য (Form B) ফর্ম
ফিলাপ পদ্ধতি দেখুন
সদস্য যুক্ত করার জন্য (Form A)
ফর্ম ফিলাপ পদ্ধতি দেখুন
0 Comments