এবার একটি অ্যাপেই
মেটানো যাবে যাবতীয় রাজ্য সরকারি কর
এখন থেকে স্মার্ট ফোনের ‘অ্যাপের’
মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন কর, ফি, সার্ভিস
চার্জ প্রভৃতি দেওয়া যাবে। সরকারের বিভিন্ন কর ও কর বহির্ভূত বিভিন্ন ধরনের রাজস্ব
অনেক দিন থেকেই অনলাইনে মেটানো যায়। রাজ্য সরকারের অর্থ দপ্তরের ডব্লুবিআইএফএমএস
(ওয়েষ্ট বেঙ্গল ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম)-এর আওতায়
গভর্নমেন্ট রিসিপ্ট পোর্টাল সিস্টেমের মাধ্যমে (জিআরআইপিএস) অনলাইনে এগুলি দেওয়া
যায়। এবার তা অ্যাপের মাধ্যমেও করা যাবে। অর্থ দপ্তর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি
করেছে। এর জন্য পশ্চিমবঙ্গ অর্থ দপ্তরের ডব্লুবিআইএফএমএস অ্যাপকে স্মার্টফোনে
ডাউনলোড করে নিলেই চলবে। অন্য সব অ্যাপ যেভাবে গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোর
থেকে ডাউনলোড করা যায়, এক্ষেত্রেও তাই করা যাবে।
এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন পরিষেবা
প্রদানের কাজ গত বছর চালু হয়েছে। রাজ্য সরকারকে বিভিন্ন কর, ফি, সার্ভিস চার্জ প্রভৃতি মেটানোর জন্য ওই অ্যাপের মধ্যে ‘পে থ্রু
জিআরআইপিএস’ ব্যবস্থা চালু করা হয়েছে। এতদিন অনলাইনে যে সব ডিজিটাল পেমেন্টের
মাধ্যমে সরকারকে অর্থ প্রদান করা যেত, তা অ্যাপেও থাকছে।
অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইন্টারনেট
ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড,
ওয়ালেট, ভিম, ইউপিএ’র
মাধ্যমে টাকা দেওয়া যাবে। এর জন্য কোনও রকম অতিরিক্ত টাকা দিতে হবে না।
রাজ্য সরকারকে বিভিন্ন খাতে অর্থ
প্রদানের জন্য অ্যাপটি ডাউনলোড করার পর ব্যব্যবহারকারীকে রেজিস্ট্রেশন করতে হবে।
রেজিস্টার্ড ব্যবহারকারীর মাধ্যমে প্রয়োজনে অন্য কেউ সরকারকে অর্থ প্রদান করতে
পারবেন। তবে সেক্ষেত্রে রেজিস্টার্ড ব্যবহারকারীর অ্যাকাউন্টে ওই অর্থ প্রদানের
রেকর্ড থাকবে। রেজিস্টার্ড ব্যবহারকারীর নিজস্ব অর্থ প্রদানের সব রেকর্ড
স্বাভাবিকভাবেই তাঁর অ্যাকাউন্টে থাকবে। পুনরায় অর্থ প্রদানের ব্যবস্থাও থাকছে
অ্যাপে।
অ্যাপটি ডাউনলোড করার পরর
রেজিস্ট্রেশনের জন্য প্রথমে ‘পে থ্রু জিআরআইপিএস’-এ যেতে হবে। সেখানে নিজের
মোবাইল নম্বর, নাম, ঠিকানা, নিরাপত্তা
সংক্রান্ত প্রশ্ন ও চারটি সংখ্যার জি-পিন দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার প্রাথমিক
ধাপ সম্পন্ন করতে হবে। এরপর মোবাইলে আসা ওটিপি নম্বর দিলে রেজিস্ট্রেশন
প্রক্রিয়া সম্পন্ন হবে। অ্যাপের মাধ্যমে অর্থ প্রদান করার জন্য মোবাইল নম্বর এবং
জি-পিন ব্যবহার করতে হবে। ইতিমধ্যে অনেকে বিভিন্ন কাজের জন্য ডব্লুবিআইএফএমএস
অ্যাপ নিজেদের স্মার্টফোনে ডাউনলোড করে রেখেছেন। এই নতুন পরিষেবা পাওয়ার জন্য
তাঁদের প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে অ্যাপটিকে আপগ্রেড করতে হবে।
বিভিন্ন সরকারি কাজে এই অ্যাপটি ব্যবহার
করার জন্য গত বছরের মার্চ মাসে রাজ্য অর্থ দপ্তর বিজ্ঞপ্তি জারি করে। সরকারি কাজের
জন্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। বিভিন্ন প্রকল্পের
জন্য বরাদ্দ অর্থ সংক্রান্ত বিস্তারিত হিসেব, ট্রেজারিতে আটকে থাকা বকেয়া বিলের
অবস্থা এর মাধ্যমে জানা যায়। সরকারি কর্মী, অবসরপ্রাপ্ত
পেনশনভোগী ও সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রাপকরা এই অ্যাপ থেকে নানা সুবিধা
পাবেন।
অ্যাপটি ডাউনলোড করতে হলে পাশের হাত চিহ্নের
ওপর ক্লিক করুন 👉
এই বিষয়টি যদি আপনি সরাসরি দেখতে চান
তাহলে নীচে দেওয়া ভিডিওতে ক্লিক করুন ও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব
করে নিন।
0 Comments