দিল্লির ভোট মিটতেই মাসের মাঝখানে
নজিরবিহীনভাবে রান্নার গ্যাসের দাম একধাক্কায় ১৪৯ টাকা বাড়াল কেন্দ্র। গত কয়েকমাস
ধরে এমনিতেই কম ভর্তুকি পাচ্ছিলেন গ্রাহকরা। শুধু তাই নয়, হিসেব বলছে বিগত ছ’মাস ধরেই ন্যায্য
ভর্তুকির চেয়ে কম টাকা পাচ্ছেন তাঁরা। সেই অঙ্ক যোগ হতে হতে তা প্রায় ৬০ টাকায়
পৌঁছেছে। জানুয়ারিতে রান্নার গ্যাসের যে বাজারদর ছিল, ফেব্রুয়ারির
শুরুতেও তাই রাখা হয়। তাতে ধরে নেওয়া হয়েছিল, ভর্তুকি একই
থাকবে। কিন্তু ১১ ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত চার টাকা কম ভর্তুকি দেয় কেন্দ্র। তার
উপরে রাতে নতুন করে দাম বাড়ানোয় গ্রাহকরা ক্ষুব্ধ। কারণ, চলতি
মাসের বাকি দিনগুলিতে ভর্তুকি কত হবে, তা নিয়ে রা কাড়েনি
কেন্দ্র।
মঙ্গলবার রাতে কেন্দ্র জানায়, সিলিন্ডারের নতুন দাম ৮৯৬ টাকা। মধ্যরাতে আচমকা রান্নার
গ্যাসের এই দাম বাড়ানোর সিদ্ধান্তে মাথায় বাজ পড়েছে গ্রাহকদের।
বাড়িতে রান্নার গ্যাসের ডেলিভারি এলে, ক্যাশমেমোয় লেখা থাকে গ্যাসের দাম।
গ্রাহক কত টাকা ভর্তুকি পাবেন, তারও উল্লেখ থাকার কথা ওই
রসিদে। কিন্তু গত আগস্ট মাস থেকে সেই প্রথা তুলে দেওয়া হয়েছে। খোঁজ নিতে গিয়ে
সাধারণ গ্রাহক দেখেছেন, সেই মাসে তাঁরা ভর্তুকি পেয়েছেন
৭৪.০৫ টাকা। এদিকে, উজ্জ্বলা যোজনায় সেবার ভর্তুকি ছিল
৯৫.৫০ টাকা। এর আগে পর্যন্ত সাধারণ ও উজ্জ্বলার গ্রাহকরা একই ভর্তুকি পেতেন।
অর্থাৎ ওই মাসে সাধারণ গ্রাহক ২১ টাকা কম ভর্তুকি পান। সেই শুরু। এরপর প্রতি মাসে
কখনও সাত টাকা, কখনও আট টাকা কম ভর্তুকি পেয়েছেন সাধারণ
গ্রাহক। এইভাবেই জানুয়ারি পর্যন্ত ৬০ টাকারও বেশি ভর্তুকি কম পেয়েছেন গ্রাহকরা।
তবে যেভাবে সচতুরভাবে ভর্তুকির টাকা কমানো হচ্ছে, তা মন দিয়ে
নজর না করলে কেউ বুঝতেই পারবেন না, বলছেন গ্যাসের
ডিস্ট্রিবিউটররা। কারণ প্রতি মাসেই নিয়ম করে গ্যাসের দাম বেড়েছে। তাই ভর্তুকিও
বেড়েছে। কিন্তু যে অনুপাতে ভর্তুকি বৃদ্ধি পাওয়ার কথা, ততটা
বাড়েনি। ক্যাশমেমোয় তার উল্লেখ না থাকায় গ্রাহকরাও অন্ধকারে থাকছেন।
কীভাবে কমছে ভর্তুকি? ধরা যাক, জানুয়ারি
মাসের কথা। ওই মাসে কলকাতায় গ্যাসের দাম ছিল ৭৪৭ টাকা। ডিসেম্বরের তুলনায় দাম বাড়ে
২১.৫০ টাকা। ডিসেম্বরে গ্রাহক ভর্তুকি পেয়েছিলেন ১৭০.৯০ টাকা। সেই মতো জানুয়ারিতে
আরও ২১.৫০ টাকা বেশি ভর্তুকি পাওয়ার কথা ছিল গ্রাহকের। কিন্তু তাঁরা ভর্তুকি পান
মাত্র ১৮৭.৩৮ টাকা। অর্থাৎ ২১.৫০ টাকার জায়গায় বাড়তি ১৬.৪৮ টাকা ঢোকে ব্যাঙ্ক
অ্যাকাউন্টে। ফেব্রুয়ারির শুরুতে গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হয়। অর্থাৎ এই মাসেও
গত মাসের মতো ভর্তুকি বাবদ ১৮৭.৩৮ টাকা ঢোকার কথা ছিল। কিন্তু তা হয়নি। গ্রাহক
ভর্তুকি বাবদ পেয়েছেন ১৮৩.৩৮ টাকা। উজ্জ্বলাতেও যেখানে জানুয়ারিতে ২০৮.৩৮ টাকা
ভর্তুকি পাওয়ার কথা ছিল, বাস্তবে তা হয়েছে ২০৪.৩৮ টাকা।
তবে এই সবই হিসেব ছিল মঙ্গলবার পর্যন্ত। আজ, বুধবার থেকে নতুন করে ভর্তুকির হিসেব করা শুরু হবে। একদিকে গ্যাসের দাম বাড়ানো, অন্যদিকে ভর্তুকি নিয়ে ডামাডোল। সব মিলিয়ে গ্রাহককে চরম সমস্যার মুখে ফেলল কেন্দ্রীয় সরকার। সাধারণ গ্রাহকের পাশাপাশি উজ্জ্বলা যোজনার গ্রাহকদেরও আর্থিক কোপ দেওয়ায় রাজনৈতিক মহলেও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এই বিষয়টি যদি আপনি সরাসরি দেখতে চান তাহলে নীচে দেওয়া ভিডিওতে ক্লিক করুন ও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।
0 Comments