প্রয়োজনে লোকালের মহিলা কোচের যাত্রীরা
বার্তা পাঠাতে পারবেন চালক, গার্ডের কাছে
বার্তা পাঠাতে পারবেন চালক, গার্ডের কাছে
জরুরি প্রয়োজনে
এবার লোকাল ট্রেনের মহিলা কোচের যাত্রীরা বার্তা পাঠাতে পারবেন চালক ও গার্ডের
কাছে। তাতে ট্রেন দাঁড় করিয়ে দ্রুত পদক্ষেপ করা সম্ভব হবে। পাঁচটি রেকের মহিলা
কোচে ইতিমধ্যেই এই ব্যবস্থা রূপায়ণ করা হয়েছে। শুক্রবার রাতে পরিদর্শনে বেরিয়ে
এমনই একটি মহিলা কোচের উদ্বোধন করেছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সুনীত শর্মা।
এই জোনের এক কর্তা বলেন, আপাতত পরীক্ষামূলকভাবে শিয়ালদহ বিভাগের পাঁচটি রেকের মহিলা কোচে এই ব্যবস্থা চালু হয়েছে। এই ব্যবস্থায় কোচের মধ্যে থাকবে একটি বিশেষ সুইচ। সেটির মাধ্যমেই কোনও মহিলা যাত্রী সমস্যায় পড়লে বার্তা পাঠাতে পারবেন। ব্যবস্থাটি ঠিক মতো কাজ করলে আগামী দিনে অন্যান্য বিভাগেও তা চালু করা হবে। এতে মহিলা যাত্রীদের নিরাপত্তা আরও সুরক্ষিত থাকবে। এর পাশাপাশি অ্যাপ বা হেল্প লাইনের নম্বরেও ফোন করে আগের মতোই যোগাযোগ করতে পারবেন যাত্রীরা।
এই জোনের এক কর্তা বলেন, আপাতত পরীক্ষামূলকভাবে শিয়ালদহ বিভাগের পাঁচটি রেকের মহিলা কোচে এই ব্যবস্থা চালু হয়েছে। এই ব্যবস্থায় কোচের মধ্যে থাকবে একটি বিশেষ সুইচ। সেটির মাধ্যমেই কোনও মহিলা যাত্রী সমস্যায় পড়লে বার্তা পাঠাতে পারবেন। ব্যবস্থাটি ঠিক মতো কাজ করলে আগামী দিনে অন্যান্য বিভাগেও তা চালু করা হবে। এতে মহিলা যাত্রীদের নিরাপত্তা আরও সুরক্ষিত থাকবে। এর পাশাপাশি অ্যাপ বা হেল্প লাইনের নম্বরেও ফোন করে আগের মতোই যোগাযোগ করতে পারবেন যাত্রীরা।
প্রসঙ্গত, মেট্রো
রেলের ট্রেনগুলিতে কোচ থেকে জরুরি প্রয়োজনে চালকের কাছে বার্তা পাঠানোর ব্যবস্থা
ইতিমধ্যেই চালু রয়েছে। পূর্ব রেলে এবার তা শুরু হল। শিয়ালদহ বিভাগের বিভিন্ন শাখায়
এই রেকগুলি দিয়ে লোকাল ট্রেন চালানো হবে।
পূর্ব
রেল সূত্রের খবর, শুক্রবার রাতে
জেনারেল ম্যানেজার শিয়ালদহ-বারাসত-বনগাঁ-রানাঘাট শাখা পরিদর্শন করেন। লাইনের
অবস্থা, ব্রিজ, বিভিন্ন স্টেশনের
পরিকাঠামো খতিয়ে দেখেন তিনি। সুরক্ষার সঙ্গে ট্রেন চালাতে, যাত্রী
স্বাচ্ছন্দ্য, পরিষেবা ও স্বচ্ছতা বৃদ্ধিতে সর্বাত্মক চেষ্টা
করতে হবে বলে নির্দেশ দিয়েছেন তিনি। রাতেই তিনি কম্বাইন্ড ক্রিউ বুকিং লবির
উদ্বোধন করেন। বারাসতে ব্যাটারি চালিত একটি ভ্যানের উদ্বোধনও করেন জিএম। তাতে ৫০০
কেজি পর্যন্ত মালপত্র তোলা যাবে। বারাসত কারশেড পরিদর্শনের সময়ই তিনি মহিলা কোচটির
উদ্বোধন করেন।
পরিদর্শনে জিএম
বামনগাছি ও দত্তপুকুর স্টেশনের মধ্যে থাকা লেভেল ক্রসিং গেটটির পরিদর্শন করেন এবং
গেটম্যান,
গ্যাংম্যান সহ অন্যান্য কর্মীদের সঙ্গে কথা বলেন। একইভাবে ঠাকুরনগর,
বনগাঁ স্টেশনও পরিদর্শন করেন তিনি। গোটা পরিদর্শনে তাঁর সঙ্গে ছিলেন
শিয়ালদহ বিভাগের ডিআরএম সহ অন্য বিভাগীয় কর্তারা।
এই বিষয়ে আরও বিশদ তথ্য জানতে হলে নীচের ভিডিওতে ক্লিক করুন ও
ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।