ঘরে বসেই খুব কম সময়ে নিজের প্যান কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করুন
বর্তমান
সময়ে টাকা পয়সা লেনদেন করতে গেলে যে নথি/ ডকুমেন্ট টির সবথেকে বেশি প্রয়োজন হয় সেটি
হল প্যান কার্ড। প্যান কার্ড ছাড়া বর্তমানে ব্যাঙ্ক এ কাজ করা খুব মুশকিল। তাই আধার
বা ভোটার কার্ডের মতই প্যান কার্ড ও হয়ে উঠেছে একটি অন্যতম নথি।
তাই
জন্য দুর্নীতি কমাতে ও স্বচ্ছতা বাড়াতে ভারতের আয়কর দপ্তর নির্দেশ দিয়েছে প্যান কার্ডের
সাথে আধার কার্ড যুক্ত করার। অন্যথায় বন্ধ করে দেওয়া হবে বা বাতিল বলে ঘোষিত হবে সেই
প্যান কার্ড। তাই এই লিঙ্ক করার কাজটি ও সমান ভাবেই গুরুত্বপূর্ণ।
আমাদের
মধ্যে অনেক মানুষ ই এখনও এই লিঙ্কের কাজটি সম্পূর্ণ করতে পারিনি। তাই তাদের উদ্দেশ্যে
এই পোস্টে প্যান কার্ড ও আধার কার্ডের
লিঙ্ক করার পদ্ধতি নিয়ে
আলোচনা করা হল।
·
প্যান ও আধার কার্ড লিঙ্ক করার আগে আপনাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে
(১) যে ব্যক্তির এই কাজ করা হচ্ছে,
আগে দেখতে হবে সেই ব্যক্তির আধার কার্ডের সাথে প্যান কার্ডের তার নিজের নামের মিল আছে
কিনা।
(২) যে ব্যক্তির এই কাজ করা হচ্ছে,
আগে দেখতে হবে সেই ব্যক্তির আধার কার্ডের সাথে প্যান কার্ডের তার বাবার নামের মিল আছে
কিনা।
(৩) যে ব্যক্তির এই কাজ করা হচ্ছে,
আগে দেখতে হবে সেই ব্যক্তির আধার কার্ডের সাথে প্যান কার্ডের তার জন্ম তারিখের মিল
আছে কিনা।
যদি এই তথ্য গুলি
যদি সঠিক ভাবে মিলে যায়, তাহলে নীচের পদ্ধতি গুলো দেখুন ও চেষ্টা করুন।
Ø তারপর সেই সাইটে ঢুকে বা দিকের Quick
Links গ্রুপের অন্তর্গত Link Aadhar অপশনে ক্লিক করতে হবে।
Ø তারপর নতুন একটি পেজ খুলে যাবে।
Ø তারপর প্যান কার্ডের নাম্বার, আধার
কার্ডের নাম্বার, ব্যক্তির নাম লিখতে হবে।
** মনে রাখবেন যদি আপনার
আধার কার্ডে শুধুমাত্র জন্মের সালটি দেওয়া থাকে তাহলে নীচের অংশে টিক চিহ্ন দেবেন।
অন্যথায় দেওয়ার দরকার নেই।
Ø তারপর I agree অপশনে টিক চিহ্ন দেবেন।
Ø তারপর সঠিক ভাবে ক্যাপচা কোড লিখে
দেবেন ও Link Aadhar অপশনের
ওপর ক্লিক করবেন।
§ সঠিক ভাবে লিঙ্ক করা হয়ে গেলে আপনাকে
এই রকম একটি স্ট্যাটাস দেখাবে।
এই বিষয়টি যদি আপনি সরাসরি দেখতে চান তাহলে নীচে দেওয়া ভিডিওতে
ক্লিক করুন ও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।
ঘরে বসেই বিনা খরচায় প্যান কার্ড বানাতে চান? তাহলে নীচের
ভিডিওটা দেখুন। প্যান কার্ড তৈরি হবে ১০ মিনিটে
Website of Income Tax of India- https://www1.incometaxindiaefiling.gov.in/home
0 Comments