📇 আপনিও পাবেন নতুন ভোটার কার্ড, দেখতে রঙ্গিন
স্মার্ট কার্ডের মত 📇
এখন নতুন ভোটার কার্ড দেখতে হবে রঙিন স্মার্ট
কার্ডের মত। যেমন আমাদের প্যান কার্ড বা ATM কার্ড গুলি হয়।
Ø কারা পাবেন এই নতুন ভোটার কার্ড?
যারা ভোটার তালিকায় নাম তুলছেন বা যারা ভোটার কার্ড সংশোধন করেছেন বা
করছেন, তারা এই স্মার্ট ভোটার কার্ডটি পাবেন।
Ø নতুন কার্ডটি কেমন মাপের হবে?
(ক)
কার্ডটির মাপ হবে- ৮.৬/৫.৪ সেমি
(খ)
কার্ডটি হবে পিভিসি কার্ড
(গ)
কার্ডটি ০.৬-০.৮ মিমি মোটা হবে
Ø কার্ডে কি কি তথ্য দেওয়া থাকবে?
(ক) কার্ডের সামনের দিকে থাকবে ভোটারের রঙিন ছবি
(খ) নিজের সম্পূর্ণ নাম, অভিভাবকের নাম
(গ) কার্ডের পিছনের দিকে থাকবে ভোটারের লিঙ্গ, জন্ম তারিখ, বয়স, ঠিকানা,
বিধানসভা কেন্দ্রের নাম ও নাম্বার।
Ø কার্ডটির রঙ কেমন হবে?
কার্ডটিতে মূলত তিনটি রঙ থাকবে। ওপরের দিকে থাকবে গোলাপি, মাঝে হালকা
নীল ও নীচে সবুজ।
পিছনে থাকবে গোলাপি রঙ। ও সামনের দিকে থাকবে আশোক স্তম্ভ ও ভারতের নির্বাচন
কমিশনের লোগো।
Ø ভোটার কার্ডের কাজ কতদিন পর্যন্ত চলবে?
গত ১৬ ই ডিসেম্বর ২০১৯ থেকে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছে।
এই কাজ চলবে ১৫ ই জানুয়ারি ২০২০ পর্যন্ত।
অনলাইন ও অফলাইন দুটি পদ্ধতিতেই সংশোধন করা যাবে।
Ø কারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন ও কি কি লাগবে?
গত ১ লা জানুয়ারি ২০২০ তে যাদের বয়স ১৮ পূর্ণ হয়ে গেছে, তারা নতুন নাম
তোলার জন্য আবেদন করতে পারবেন।
আবেদন করতে ৬ নং ফর্ম ফিলাপ করতে হবে। সেই ফর্মের সাথে ৩.২/২.৪ সেমি
রঙিন পাসপোর্ট ছবি ও উপযুক্ত ডকুমেন্ট দিতে হবে।
যারা অনলাইনে নতুন কার্ডের জন্য
আবেদন করতে চান তারা নীচের ভিডিওটি দেখুন
যারা অফলাইনে নতুন কার্ডের জন্য আবেদন করতে চান তারা নীচের ভিডিওটি দেখুন
Ø অফলাইনে কবে কোন সময় এই কাজ করতে পারবেন?
প্রত্যেক দিন (সরকারি ছুটি ছাড়া) বেলা তিনটে থেকে পাঁচটা পর্যন্ত বুথে বুথে বসছেন BLO রা।
শনি ও রবিবার ছুটির দিনে দিনভর কাজ চলবে। এছাড়াও তাদের সহযোগিতা করার জন্য রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্ট ও থাকতে পারে।
Ø যেকোনো সমস্যায় সহযোগিতা পাবেন কোথা থেকে?
কোনো বুথে যদি ভোটাররা কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে ১৯৫০ টোল ফ্রি নাম্বারে ফোন করে জানাতে পারেন।
Ø ভোটার পরিসংখ্যান- ১৬ই ডিসেম্বর যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, তাতে মোট ভোটারের সংখ্যা ৬ কোটি ৯৮ লক্ষ ১৫ হাজার ১৫৩ জন।
এর মধ্যে পুরুষ ভোটার ৩ কোটি ৫৮ লক্ষ ১৪ হাজার ৪৪৮ জন
এর মধ্যে মহিলা ভোটার ৩ কোটি ৩৯ লক্ষ ৯৯ হাজার ৪৭৯ জন
এর মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২২৬ জন
এর মধ্যে সার্ভিস ভোটার ১ লক্ষ ১১ হাজার ৭৯৬ জন
*** চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ই ফেব্রুয়ারি ২০২০ ***
ভোটার সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও সমাধানের জন্য নীচে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া হল, আপনারা পাশে থাকা লোগো তে (লিঙ্কে) ক্লিক করে আপনাদের সমস্যার সমাধান পেতে পারেন।
এছাড়াও আপনারা যদি ভোটার কারেকশনের অফলাইন ফর্ম ডাউনলোড করতে চান তবে নীচে ক্লিক করুন
এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নীচের ভিডিওতে এখনই ক্লিক
করুন
0 Comments