কোনো ঝামেলা ছাড়াই আধার কার্ডে নাম-ঠিকানা-বয়স-জন্ম তারিখ সংশোধন

উপযুক্ত শংসাপত্র ছাড়াই আধার কার্ডে নাম-ঠিকানা-বয়স-জন্ম তারিখ সংশোধন, সিদ্ধান্ত UIDAI-এর

---- আধার কার্ড নিয়ে বড়সড় সিদ্ধান্ত UIDAI-এর ----


আধারের নিয়ামক সংস্থা UIDAI এর তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে ৷ আধার কার্ডে নাম, ঠিকানা ও জন্ম তারিখ নিয়ে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷



যদি কোনও নাগরিকের কাছে নাম, ঠিকানা ও জন্ম তারিখ ইত্যাদির সঠিক প্রমাণপত্র না থাকলেও আধারের প্রয়োজনীয় তথ্য আপডেট করা যাবে ৷


এই পদ্ধতিকে আরও সহজ ও সরল করতে UIDAI এর তরফ থেকে একটি স্ট্যান্ডার্ড ফরম্যাটে আপডেট করতে হবে প্রস্তুত করা হয়েছে যা আধারের ট্যুইটার হ্যান্ডেলে তা জানানো হয়েছে ৷ 

UIDAI এর তরফ থেকে আরও জানানো হয়েছে উপযুক্ত তথ্য ছাড়াও আধার প্রয়োজনীয় তথ্য বদল হতে পারে ৷ 

UIDAI-আরও জানিয়েছে কোনও প্রয়োজনীয় তথ্য পরিবর্তন করতে হলে গ্রুপ এ, গ্রুপ বি গেজেটেড অফিসার, গ্রামের প্রধান বা পঞ্চায়েত প্রধান, স্থানীয় সাংসদ, বিধায়ক, কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য, সরকারি শিক্ষা সংসদের আধিকারিক, সাপারইন্ডেন্টেট, UIDAI এর তরফ স্ট্যান্ডার্ড শংসাপত্রতে নিজের প্রয়োজনীয় বিস্তারিত তথ্য লিখিয়ে সই করিয়ে দিতে হবে ৷ 


৫৩ শহরে ১১৪টি সেন্টার দ্রুততার সঙ্গে আপডেট করা হবে ৷ আধারে নাম, ঠিকানা ও ভাষা চয়ন করতে হবে, দিনক্ষণ সংগ্রহ করে অ্যাপোয়েন্টমেন্ট বুকিং-এর নম্বর পাওয়া যায় ৷

সরকারি সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে শুধুমাত্র সংশোধনীর কাজ ছাড়া অতিরিক্ত টাকা উশুল করার জন্য চাপ দেয় সেক্ষেত্রে টোল ফ্রি ১৯৪৭ নম্বরে কল করতে পারেন অথবা help@uidai.gov.in এই আইডিতে ই-মেলও করতে পারেন ৷


এই বিষয়টি যদি আপনি সরাসরি দেখতে চান তাহলে নীচে দেওয়া ভিডিওতে ক্লিক করুন ও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।








Post a Comment

0 Comments