এবার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হবে ভোটার
আইডি
প্যান কার্ডের পর এবার আধার কার্ডের সঙ্গে
ভোটার আই কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করা হতে পারে ৷ মিডিয়া রিপোর্টস অনুযায়ী, আইন মন্ত্রক নির্বাচন কমিশনের তরফে আসা
প্রস্তাব মেনে নিয়েছে ৷ তবে আইন মন্ত্রকের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে,
সবার আগে এটা সুনিশ্চিত করতে হবে যে এই প্রক্রিয়ায় ডেটা চুরি
আটকানোর যথাযথ ব্যবস্থা থাকবে ৷ কোনওভাবে যেন তথ্য চুরির ঘটনা না ঘটে ৷
অর্থমন্ত্রকের অনুমোদনের
পর আধার কার্ড ও ভোটার আইডি লিঙ্ক করা বাধ্যতামূলক করা হতে পারে শীঘ্রই ৷ নির্বাচন
কমিশন এর আগে ২০১৫ ফেব্রুয়ারিতে ভোটদাতাদের ছবি পরিচয়পত্রের (EPIC) সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া শুরু করেছিল ৷
কিন্তু সুপ্রিম কোর্ট
এলপিজি ও কেরোসিন বিতরণে আধার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করায় অগাস্ট মাসে
প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয় ৷ কিন্তু এর আগেই নির্বাচন কমিশন আধারের সঙ্গে ৩৮
কোটি ভোটার কার্ড লিঙ্ক করে দিয়েছিল ৷
অগাস্ট ২০১৯ এ নির্বাচন কমিশনের তরফে চিঠি লিখে
আইন সংশোধন করার প্রস্তাব জানানো হয় ৷ প্রস্তাবে বলা হয় এবার থেকে ERO ভোটদাতাদের ভোটার লিস্টে নাম যুক্ত করার
জন্য আধার নম্বর চাইতে পারে ৷ সংশোধনে এটাও বলা হয়েছে যে আধার নম্বর না থাকলে
এরকম পরিস্থিতিতে কারোর নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না ৷ পাশাপাশি তাকে
এনরোলমেন্ট করা থেকে বাধা দেওয়া যাবে না ৷
জোর কদমে নির্বাচন কমিশনের তোড়জোড়, ভোটার
কার্ডের সঙ্গে আধার লিঙ্ক জরুরি
প্যান কার্ড ও আধার কার্ডের পরে এবার ভোটার
কার্ড ও আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক ৷
সূত্রের খবর,
কেন্দ্রীয় আইন মন্ত্রকের পক্ষ থেকে জানা গিয়েছে নির্বাচন কমিশনের
সঙ্গে সমন্বয় সাধন করে আধার কার্ড ও ভোটার কার্ড লিঙ্ক করার আইনি অধিকার পাওয়া যেতে
পারে ৷
এর আগে ২০১৫ সালে নির্বাচন কমিশন আধারের সঙ্গে
ভোটার আইডি কার্ড জোড়ার কাজ শুরু করেছে ৷
এরপরে অগাস্ট ২০১৯ নির্বাচন কমিশনের আইনি
সচিবকে একটি চিঠি লিখে জনপ্রতিনিধিত্ব আইনের প্রস্তাবিত সংশোধন করেছে ৷ সংবিধানের
১৯৫০ আধার অধিনিয়ম সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে ৷ নির্বাচক নথিভুক্তকরণ
আধিকারিক ভোটার লিস্টে ভোটারদের নাম জোড়ার ক্ষেত্রে আধার নম্বর চাইতে পারে ৷
নির্বাচন কমিশনের পক্ষ থেকে আধার কার্ড ও ভোটার
কার্ড জালিয়াতি বা নকল ভোটারদের বাছতে বিশেষ সুবিধা পাওয়া যাবে
এই সংশোধনের আইন সংক্রান্ত বিষয়ে জানা গিয়েছে
আধার নম্বর না দিলে যেকোনও পরিস্থিতিতে ভোটারদের নাম ভোটার তালিকা থেকে সরানো
যাবেনা ৷
এই বিষয়টি যদি আপনি সরাসরি দেখতে চান তাহলে নীচে দেওয়া ভিডিওতে
ক্লিক করুন ও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।
0 Comments