ATM থেকে টাকা তুলতে লাগবে OTP, SBI-এ চালু নয়া নিয়ম
___________________________________________________
___________________________________________________
এবার ATM থেকে নগদ তুলতে গেলে OTP যাবে গ্রাহকের মোবাইলে। আগামী বছরের প্রথম দিন অর্থাৎ
১ জানুয়ারি থেকে
এমন ব্যবস্থা চালু করতে চলেছে ভারতীয় স্টেট ব্যাংক। নতুন এই ব্যবস্থায় ১০,০০০ টাকার বেশি নগদ তুলতে গেলেই গ্রাহকের রেজিস্ট্রার মোবাইল নম্বরে
একটি OTP যাবে। এই OTP
দিয়েই তুলতে হবে টাকা। আপাতত রাত ৮টা থেকে
সকাল ৮টা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে এই OTP-র সুবিধা পাওয়া যাবে।
ATM-এর মাধ্যমে নগদ তোলা আর সুরক্ষিত করতে এই পদক্ষেপ বলে জানিয়েছে
রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটি।
টাকা তোলায় নতুন সুরক্ষা
গ্রাহকদের সতর্ক
থাকতে হবে, এবার থেকে এসবিআই এটিএম-এ টাকা তুলতে গেলেই রেজিস্টার্ড মোবাইল
নম্বরে ওটিপি যাবে। অতিরিক্ত এই সুরক্ষা ব্যবস্থা স্টেট ব্যাঙ্কের এটিএম
কার্ডধারীদের অননুমোদিত টাকা তোলার ক্ষেত্রে রক্ষা করবে বলে দাবি।
মোবাইলে যাবে ওটিপি
টাকা তুলতে গেলেই রেজিস্টার্ড মোবাইল নম্বরে
কয়েকটি সংখ্যার ওটিপি যাবে। একবার টাকা তোলার ক্ষেত্রে সামান্য কিছু মুহুর্তের
জন্য সেই ওটিপির বৈধতা থাকবে। এই প্রক্রিয়ায় কার্ড হোল্ডার টাকার পরিমাণ দিলেই, এটিএম-এর স্ক্রিনে ওটিপি স্ক্রিন ফুটে উঠবে। সেই সময় গ্রাহককে
মোবাইলে আসা ওটিপি সেখানে দিতে হবে।
১ জানুয়ারি থেকে চালু হবে নতুন ব্যবস্থা
সারা দেশে ১ জানুয়ারি থেকে এই নতুন ব্যবস্থা চালু হতে চলেছে। রাত
আটটা থেকে সকাল আটটা পর্যন্ত টাকা তোলার ক্ষেত্রে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে
হবে।
0 Comments