প্যান-আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক | Now PAN with Aadhaar link is mandatory




৩১ ডিসেম্বরের মধ্যে প্যান-আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক 


প্যান-আধার সংযুক্তিকরণের শেষদিন ৩১ ডিসেম্বর বলে রবিবার ফের জানাল আয়কর দপ্তর। চলতি বছরের সেপ্টেম্বর মাসে এই সংযুক্তিকরণের সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করেছিল সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস (CBDT)। সেই সময়সীমা শেষ হওয়ার ১৫ দিন আগে তারা জানিয়ে দিল, ৩১ ডিসেম্বরের মধ্যে প্যান ও আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক। নইলে বাতিল হয়ে যেতে পারে প্যান। এখনও পর্যন্ত প্যান-আধার সংযুক্তিকরণে সময়সীমা সাতবার বাড়িয়েছে সিবিডিটি। চলতি বছরের মার্চ মাসে সময়সীমা ছ’মাস বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হয়েছিল। এরপর তা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। কিন্তু এবার তারা আর ছাড় দিতে নারাজ। দপ্তরের তরফে এক বিবৃতিতে রবিবার বলা হয়েছে, ‘উন্নততর ভবিষ্যৎ গড়ে তুলুন। আয়কর দপ্তরের একঝাঁক সুযোগসুবিধা পেতে ৩১ ডিসেম্বরের মধ্যে এই গুরুত্বপূর্ণ সংযুক্তিকরণ করুন নিশ্চিতভাবে।’ 




ভিডিও লিঙ্কটি নীচে দেওয়া হল। ক্লিক করুন ও ভিডিওটি দেখুন


আপনি কি জানেন ঘরে বসেই আপনি কীভাবে প্যান ও আধার নাম্বার লিঙ্ক করতে হয়? যদি না জেনে থাকেন তাহলে এক্ষুনি নীচে দেওয়া ভিডিওটি ক্লিক করে দেখে নিন।

১ সেকেন্ডে ই আপনিও করতে পারবেন এই লিঙ্ক (মোবাইল থেকেও করা যাবে)














Post a Comment

0 Comments