Community Strike automatically not removed | Solved


বন্ধুরা বর্তমান যুগে আমাদের মতো অনেক মানুষ কিন্তু রোজগারের একটা উপায় হিসাবে বেছে নিয়েছে ইউটিউব কে। তাই আমারা অনেকেই সেখানে ভিডিও আপলোড করে টাকা উপার্জন করি। কিন্তু তাতেও আমাদের মাঝে মাঝে কিছু সমস্যার সম্মুখীন হতে হয়।
(১) কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক
(২) কপিরাইট ক্লেইম/ স্ট্রাইক
এগুলো দেখার পরেই আমরা ভীত হয়ে যাই। আমরা জানি যে একটা স্ট্রাইকের মেয়াদ থাকে ৯০ দিন/ ৩ মাস।
এবার আমাদের অনেক সময় এমন সমস্যায় পরতে হয়, দেখা যায় যে ৩ মাস হয়ে গেছে কিন্তু স্ট্রাইক এখনও যায়নি।
তাহলে সেই মুহূর্তে আমাদের কি করনীয়। আজ এই সমস্যার সমাধান নিয়েই এই পোস্টটা লিখছি।



যে যে উপায় গুলি আমরা অবলম্বন করতে পারি----
(১) ভীত হওয়া চলবে না, মনে জোড় নিয়ে সমস্যার মোকাবিলা করতে হবে।
(২) যেদিন স্ট্রাইক উঠে যাওয়ার কথা, সেদিন যদি না যায়, তাহলে ২ দিন অপেক্ষা করতে হবে।
(৩) ইউটিউবকে মেইল করে আপনার সমস্যা জানাতে হবে।

কিন্তু কীভাবে সেই মেইল করবেন আর তাতে কি লিখবেন------

Dear Sir/ Madam

A couple of months ago I got a copyright strike on my YouTube channel (Arnab Electro Tech).
I admit it was completely my fault and it has been almost 3 months now but copyright strike still has not expired.
However, The Copyright Strike expiration date was "তারিখ" which has been already done.
Copyright Strike Image is also attached here.

Request you to remove Copyright Strike from my YouTube Channel.

YouTube Channel name- আপনার চ্যানেলের নাম
YouTube Channel ID- আপনার চ্যানেল আইডি

Best Regards
আপনার নাম


আপানাকে এই মেইল টি পাঠাতে হবে- copyright@youtube.com
আপনাদের সুবিধার্থে আমি আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করে রেখেছি, যাতে একদম বিস্তারিত ভাবে দেখানো হয়েছে। ভিডিও টি নীচে দেওয়া হল।


বন্ধুরা এই পোস্টটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান।




Post a Comment

0 Comments