এক ক্লিকে যেকোনো ছবির সাইজ কমিয়ে ফেলুন





বন্ধুরা আমরা অনেকেই প্রচলিত একটা কথার সাথে পরিচিত আছি, “ছোটো জিনিস তো কি হয়েছে, তার গুন টা অনেক বেশি”। অনেকের মনে হতে পারে যে এই কথাটা কেন বললাম।
বন্ধুরা বর্তমান সময়ে আমরা প্রায় বেশিরভাগ কাজ ই অনলাইনে করি, পেমেন্ট থেকে শুরু করে ফর্ম ফিলাপ, আবেদন ইত্যাদি। সেখানে আমাদের বিভিন্ন ডকুমেন্ট আপলোড করতে হয়। কিন্তু সেই ডকুমেন্টের সাইজ বেশি থাকার জন্য আপলোড করতে অসুবিধায় পরতে হয়।
আমরা তখন কেউ অনলাইনে সেই ছবির সাইজ কমানোর চেষ্টা করি, আবার কেউ ফটোশপ, কেউ আবার পেইন্ট এর ব্যবহার করে থাকি। আজ এই পোস্টে এমন একটি উপযোগী সফটওয়্যার নিয়ে কথা বলব, যা আপনাদের সময়কে ৯৯% কমিয়ে আনতে  পারে।



Radical Image Optimisation Tool




এই সফটওয়্যারটি একটি খুব ছোটো একটা ছবি এডিটিং সফটওয়্যার। যার সাহায্যে আপনারা ছবি এডিট করতে পারেন, কিন্তু এর সবথেকে উপযোগী দিকটি হল, এই সফটওয়্যার শুধুমাত্র একটি ক্লিকে আপনার ছবিকে আপনার মন মতো সাইজে রুপান্তর করতে সক্ষম।

এই সফটওয়্যারটি আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটা নীচের ভিডিওতে সম্পূর্ণ পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হল।



এই পোস্টটিতে এই সফটওয়্যারএর ডাউনলোড লিঙ্ক টিও দিয়ে দেওয়া হল-
সম্পূর্ণ বিনামূল্যে- 👈

এই পোস্টটি আপানাদের কেমন লাগল আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।





Post a Comment

0 Comments