আর্থিক দিক থেকে পিছিয়ে পরা মানুষদের কথা চিন্তা করে আজ এই
পোস্টটা করা হচ্ছে। এখনও যারা আর্থিক অনটনের জন্য স্মার্ট ফোন ব্যবহার করতে পারছেন
না, তাদের জন্য আজ একটা বিশেষ খবর। রিলাএন্স কোম্পানি দুঃস্থ মানুষদের কথা চিন্তা
করে এই পুজোতে এনেছে একটা যুগান্তকারী বিশেষ অফার।
ভারতের
অন্যতম জনপ্রিয় 4G ফিচারফোন Jio Phone। সম্প্রতি এই ফোনের দাম কমিয়েছে Jio। উৎসবের
মরশুমের আগে মাত্র 699 টাকায় Jio Phone পাওয়া যাচ্ছে।
2017
সালে লঞ্চের সময় Jio Phone এর দাম ছিল 1,500 টাকা। তবে পুরনো ফোন এক্সচেঞ্জ করে
501 টাকায় এই ফোন কেনার সুবিধা করে দিয়েছিল মুকেশ আম্বানির কোম্পানি।
এবার
"Jio Phone Diwali 2019" অফারে কোন ‘বিশেষ শর্ত' আর এক্সচেঞ্জ ছাড়াই 699 টাকায় পাওয়া যাচ্ছে Jio Phone।
Jio Phone এর বিশেষ অফার
১) "Jio Phone Diwali 2019" অফারে
699 টাকায় Jio Phone কেনা যাবে।
২) এই অফারে ফ্রাহক
আরও 700 টাকার অতিরিক্ত সুবিধা পাবেন।
৩) প্রথম সাতটা রিচার্জে অতিরিক্ত ডেটা দেবে Jio।
৪) Jio জানিয়েছে 4
অক্টোবর থেকে নতুন দামে Jio Phone বিক্রি শুরু হবে।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মুকেশ
আম্বানি বলেছেন:
“জিও নিশ্চিত করবে যে
কোনও ভারতীয় সাশ্রয়ী মূল্যের ইন্টারনেট এবং ডিজিটাল বিপ্লবের ফল থেকে বঞ্চিত হবে
না। "JioPhone দিওয়ালি উপহার" অফার করে আমরা অর্থনৈতিক পিরামিডের নীচ
থেকে প্রতিটি নতুন ব্যক্তিকে ইন্টারনেট অর্থনীতিতে আনার জন্য 1,500 ডলার বিনিয়োগ
করছি "
এই
ফোন কিনলে আপনারা যে যে সুবিধা গুলি পেতে পারেনঃ
2.4 Inch QVGA Display (২.৪” ডিসপ্লে)
এই জিও ফোন কেনার জন্য আপনারা ফোনের দোকানে যোগাযোগ
করুন। অনলাইনে কেনার জন্য লিঙ্ক পড়ে দিয়ে দেওয়া হবে।
0 Comments