Supreme Court Recruitment 2022 | junior assistant Recruitment| কোর্টে অনেক শূন্যপদে নিয়োগ।

 

ভারতীয় সুপ্রিম কোর্টে চাকরির সুযোগ

সুপ্রিম কোর্টে জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট অথরিটি। আবেদন প্রক্রিয়া চলছে। আবেদনের শেষ দিন ১০/০৭/২২। মোট শূন্যপদ ২১০ টি। ভারতের যেকোনো স্থানের বাসিন্দা হলেই আপনি আবেদন করতে পারবেন। বেসিক বেতন ৩৫৪০০ টাকা। এবং সমস্ত ইন্টেন্সিব নিয়ে গ্রস মাসিক বেতন ৬৩০৬৮ টাকা।

যোগ্যতা

·       গ্র্যাজুয়েট বা স্নাতক হলে আবেদন করতে পারবেন

·       কম্পিউটার অপারেটিং জানতে হবে

·       টাইপিং স্প্রিড মিনিতে ৩৫ টি শব্দ

              বয়স

০১/০৭/২২ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে। SC,ST,PWD EX- SERVICE MAN দের সরকারি নিয়ম অনুযায়ী ছাড় আছে।

আবেদন ফি

জেনারেল ও OBC দের জন্যে ৫০০ টাকা। SC, ST, PWD EX- SERVICE MAN দের জন্যে ২৫০ টাকা।


অফিসিয়াল নোটিশ- ক্লিক করুন

অফিসিয়াল ওয়েবসাইট- ক্লিক করুন



Post a Comment

0 Comments