কলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগ 2022 | kolkata police constable recruitment 2022|

 


কলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগ

কলকাতা পুলিশের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে নিয়োগের কথা ঘোষণা করেছেন। ইচ্ছুক ছেলে মেয়ে উভয়ই প্রার্থীকে আনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে ২৯/০৫/২২ তারিখ থেকে শেষ হবে ২৭/০৬/২২ তারিখে।

মোট শূন্যপদঃ ১৬৬৬ টি। পুরুষদের জন্য ১৪১০টি ও মহিলাদের জন্য ২৫৬ টি।

যোগ্যতাঃ মাধ্যমিক পাশ; এছাড়া বাংলা ভাষাই লেখা, পড়া ও কথা বলা জানতে হবে(ব্যতিক্রম পাহাড়ি এলাকা)

বয়সঃ ০১/০১/২২ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে বয়স হতে হবে।

আবেদন ফিঃ (১৫০+২০)= ১৭০টাকা লাগবে। তবে এস সি ও এস টি দের শুধুমাত্র জন্য ২০ টাকা লাগবে।

নিয়োগ প্রক্রিয়াঃ প্রথমে লিখিত পরীক্ষা হবে ১০০ নম্বরে। তারপর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট (PMT) ও ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (PET) হবে।

তারপর ফাইনাল লিখিত পরীক্ষা হবে ৮৫ নম্বরে ও ১৫ নম্বরের ইন্টারভিউ হবে।

      অফিসিয়াল নোটিশঃ ক্লিক করুন

   অফিসিয়াল ওয়েবসাইটঃ ক্লিক করুন



Post a Comment

0 Comments