MSCWB Jr Asst Recruitment 2022 | ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কমিশন জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি ।

 


ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কমিশন এর তরফ থেকে জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে

ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কমিশন এর তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের আওতাই জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য আবেদন পত্র জমার কাজ শুরু হয়েছে। আবেদন করতে হবে অনলাইনে। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ 13/04/2022

আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা – উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে পার্থীকে। সিলেকশন পদ্ধতি ও সিলেবাস পরে অফিসিয়াল ওয়েবসাইটে জানাও হবে। শূন্য পদ 21 টি ।


     আবেদন যোগ্যতা

* উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে

*  চাকরি পার্থীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।

* স্পোর্টসম্যানদের জন্য সর্বচ্চ 25 বছর

* ভারতের বাসিন্দা হতে হবে।

* কম্পিউটার জানা থাকলে অগ্রাধিকার আছে।

আবেদন ফি

জেনারেল,ওবিসি(A&B) চাকরি প্রার্থীদের আবেদন 150 টাকা + 50 টাকা প্রোসেসিং ফি। তবে SC/ST/Pwd প্রার্থীদের ক্ষেত্রে শুধু 50 টাকা প্রোসেসিং ফি লাগবে অনলাইন মাধ্যমে।


                     আবেদন করুন  ক্লিক করুন


         অফিসিয়াল নোটিশ ডাউনলোড করুন - ক্লিককরুন



Post a Comment

0 Comments