৩ সেকেন্ডে লোকালের হদিশ দেবে নতুন অ্যাপ | SSTS


৩ সেকেন্ডে লোকালের হদিশ দেবে নতুন অ্যাপ

শিয়ালদহ স্টেশনে ঢুকে লোকাল ট্রেনের সময়, প্ল্যাটফর্ম নম্বর, গ্যালপিং কি না, জানতে হাপিত্যেশ করার দিন শেষ। স্মার্ট ফোনে অ্যাপে ক্লিক করলেই ট্রেনের যাবতীয় তথ্য হাতের মুঠোয় পেয়ে যাবেন যাত্রীরা। ‘শিয়ালদহ সাবার্বান ট্র্যাকিং সিস্টেম’ (SSTS)— Google Play Store গিয়ে টাইপ করলেই এই অ্যাপ ডাউনলোড করতে পারবেন। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন সম্প্রতি এই অনন্য নজির গড়েছে। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এই অত্যাধুনিক অ্যাপ তৈরি করল শিয়ালদহ ডিভিশন।

অ্যাপটি ডাউনলোড করতে হলে এখানে ক্লিক করুন

কী কী সুবিধা পাওয়া যাবে এই অ্যাপে?

ধরুন, আপনি কল্যাণী লোকাল ধরবেন। সেক্ষেত্রে আগে স্টেশনে পৌঁছে হুড়োহুড়ির মধ্যে ডিসপ্লে বোর্ডের দিকে তাকিয়ে থাকতে হতো। এই নয়া অ্যাপে আগে থেকে ক্লিক করলে কল্যাণী লোকালের টাইম, কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, সবই জানা যাবে। শুধু তাই নয়, ট্রেনটি গন্তব্যে পৌঁছনোর সম্ভাব্য সময়ও জানিয়ে দেবে এই অ্যাপ। অত্যাধুনিক প্রযুক্তিতে লোকালের ‘রিয়েল টাইম আপডেট’ হাতে হাতে পাবেন যাত্রীরা। অর্থাৎ শিয়ালদহ থেকে ছেড়ে কোন সময়ে কোন স্টেশন পৌঁছবে, সবটাই দেখা যাবে মোবাইলের স্ক্রিনে। রেলের ওই কর্তার দাবি, ৩ সেকেন্ড অন্তর ‘আপডেট’ আসবে অ্যাপে। ফুটে উঠবে শিয়ালদহ ছেড়ে যাওয়া কিংবা এই স্টেশনের দিকে আসা লোকালের গতিবিধি সংক্রান্ত চিত্র। তিনি বলেন, এমনকী সংশ্লিষ্ট ট্রেনটি কত বগির, গ্যালপিং কি না, তাও জানা যাবে।

রেল যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে শিয়ালদহ ডিভিশনে চলা কোনও লোকাল বাতিল হলে কিংবা সময়ের হেরফের হলে সেই তথ্যও নিমেষে দেখা যাবে অ্যাপে। জানা গিয়েছে, SSTS অ্যাপের ‘নোটিফিকেশন’ অপশনে গিয়ে এ সংক্রান্ত বিস্তারিত বিবরণ জানতে পারবেন যাত্রীরা। উল্লেখ্য, শিয়ালদহ শাখায় মোট তিনটি লাইন রয়েছে। নর্থ, সাউথ এবং মেইন লাইন। এই বিরাট সংখ্যক ট্রেনের যাবতীয় সুলুক সন্ধানে শিয়ালদহ ডিভিশনের অফিসারদের তৈরি এই বিশেষ প্রযুক্তি নয়া দিগন্ত খুলে দেবে বলে মনে করা হচ্ছে। রেলকর্তাদের দাবি, পূর্ব রেলের চারটি ডিভিশনের মধ্যে একমাত্র শিয়ালদহে এই অ্যাপ কার্যকর হয়েছে। সূত্রের দাবি, এখনও পর্যন্ত ১২১টি রেকে জিপিআরএস ডিভাইস লাগানো হয়েছে। যার মাধ্যমে লোকালের যাবতীয় নাড়ি-নক্ষত্র জানা সহজ হয়ে গিয়েছে। আগামীদিনে শিয়ালদহ থেকে ছাড়া দূরপাল্লার ট্রেনেও এই ব্যবস্থা কার্যকর হতে পারে বলে আশাবাদী রেলকর্তারা।

SSTS অ্যাপ কিভাবে ব্যবহার করবেন, সম্পূর্ণ পদ্ধতিটি নিচের ভিডিওতে বিস্তারিত দেখানো হয়েছে






Post a Comment

0 Comments