প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ নতুন লিস্ট | New list of Pradhan Mantri Awas Yojana (PMAY)


প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ

প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এর মাধ্যমে রাজ্য সহ পুরো দেশের সমস্ত মানুষরা ভীষণ ভাবে উপকৃত হয়েছেন।যাদের থাকবার মত কোন ঘর ছিল না তারা পাকা ঘর পেয়েছেনপ্রতিবছর এই প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে রাজ্যের গরিব মানুষদের নতুন পাকা ঘর তৈরি করে দেওয়া হয়
প্রধানমন্ত্রী
 আবাস যোজনা  কার কার নাম থাকে বা আপনার এলাকায় কারা কারা 

ইতিমধ্যে ঘর পেয়ে গেছে বা কারা কারা আগামীতে ঘর পেতে চলেছে এসবকিছুই বর্তমানে আপনারা ইন্টারনেটের সাহায্যে জানতে পারবেন

আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্ট ফোনের সাহায্যে নিমেষের মধ্যে চেক করতে পারবেন যে আপনার নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা লিস্ট আছে কিনা?  যদি আপনার নাম প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্ট থাকে তাহলে আপনিও পেয়ে যাবেন এককালীন এক লক্ষ কুড়ি হাজার টাকা নতুন ঘর তৈরি করার জন্য

আজকে আমি আপনাদেরকে এটাই শেখাবো যে আপনারা কিভাবে চেক করবেন অনলাইন থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার সবথেকে নতুন এবং লেটেস্ট লিস্টআপনারা এটাও চেক করতে পারবেন অনলাইন থেকে যে আপনার গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বা আপনার গ্রামের আন্ডারে কতটা নতুন ঘর এসেছে এবং তার মধ্যে কতগুলো ঘর ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং কতগুলো ঘরের কাজ এখনো বাকি আছে এই সবকিছুই আপনারা খুব সহজে মোবাইল থেকে চেক করতে পারবেন 

অনলাইনে রেশন কার্ড সংশোধন করুন Apply Now


প্রধানমন্ত্রী
 আবাস যোজনার নতুন লিস্ট চেক করার জন্য নিচে দেওয়া লিংকে প্রথমে ক্লিক করতে হবে 

PRADHANMANTRI AWAAS YOJANA NEW LIST


উপরে দেওয়া লিংকে ক্লিক করার সাথে সাথেই আপনার কাছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীন এর অফিশিয়াল ওয়েবসাইট খুলে যাবে 

এরপর ওপরের হোমপেজ থেকে রিপোর্ট অপশনে ক্লিক করতে হবে রিপোর্ট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে অনেকগুলো অপশন খুলে যাবে এই সমস্ত অপশনের মধ্যে থেকে ফিজিক্যাল প্রোগ্রেস রিপোর্ট এর আন্ডারে  Panchayat wise incomplete houses(drillable upto beneficiaries level) ক্লিক করতে হবে 

এরপর আপনাকে আপনার সমস্ত ডিটেইলস ফিলাপ করে সার্চ করতে হবে তাহলেই আপনার কাছে নতুন লিস্ট খুলে যাবে

যদি আপনার খুঁজে বের করতে সমস্যা হয় তবে, নিচে দেওয়া ভিডিওতে ক্লিক করুন


Post a Comment

0 Comments