সুখবর!
প্রচুর শূন্যপদে নিয়োগ শুরু, বাড়িতে বসেই
‘ফুল টাইম’
লকডাউনের
পর থেকেই দেশ জুড়ে কর্মসংস্থানের ক্ষেত্রে উদ্বেগ বেড়েছে। এরই মধ্যে
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ১০০ টি শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।
করোনা
পরিস্থিতিতে কাজ হারিয়েছেন অনেকেই। নতুন কাজের সংস্থান কমছে, তাই
বাড়ছে হতাশা। অন্যদিকে, গত কয়েক মাসের মধ্যে দ্রুত বদলেছে
কাজের ধরন। অফিস ছেড়ে বাড়িতে বসে কাজ করতে হচ্ছে অনেককেই।
এই
পরিস্থিতিতে কলকাতার তথ্য ও প্রযুক্তি সংস্থা Nexval Infotech ১০০টি পদে লোক নিয়োগ করছে। ইতিমধ্যেই শুরু হয়েছে সেই প্রক্রিয়া।
দেশের যে কোনও জায়গা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। ‘ওয়ার্ক ফ্রম হোম’ অর্থাৎ
বাড়িতে বসেই কাজ করতে হবে। আনলক প্রক্রিয়ায় বাড়ি থেকে বেরতে গিয়ে বিপদ বাড়ছে আরও।
তাই কোনও ঝুঁকি না নিয়ে বাড়িতে বসেই নিশ্চিন্তে কাজ করা যাবে।
কোনও পার্ট
টাইম চাকরি নয়। বাড়িতে বসেই ফুল টাইম জব করা যাবে এই সংস্থায়।
যোগ্যতা: স্নাতক
উত্তীর্ণ হলেই এই পদের জন্য আবেদন করা যাবে। কমিউনিকেশন স্কিল ভালো হতে হবে। হাতে
টাইপিং স্পিডও থাকতে হবে।
শূন্যপদ: ১০০
ডেস্কটপের ল্যাপটপের ক্ষেত্রে যেগুলি থাকতে হবে:
For Laptops Laptop with HDMI port, Webcam, MIC,
Speaker, Battery in working condition HDMI TO VGA converter One Extra Monitor
Min 4GB RAM Min 20GB free space in System Drive (Normally C drive) Windows 8
and above (64bit Preferred for software compatibility) Antivirus Original
Internet Primary and secondary link for uninterrupted service (For primary
Cable broadband preferred)
For Desktops Dual Display supported (Dual
Display Card) One Extra Monitor Min 4GB RAM Min 20GB free space in System Drive
(Normally C drive) Windows 8 and above (64bit Preferred for software
compatibility) UPS Antivirus Original Webcam Mic & Speaker (Mic enabled
Headphone can solve this) Internet Primary and secondary link for uninterrupted
service (For primary, Cable broadband preferred)
আবেদনের
জন্য মেল করুন সিভি। কাজের অভিজ্ঞতা থাকলে সেটাও জানান। নীচে দেওয়া দুটি মেল
আইডিতে মেল করে আবেদন করুন।
hr@nexval.com
ipsita.sinha@nexval.com
আপনি চাইলে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও আবেদন করতে পারেন-
ক্লিক করুন
এটা যেহেতু একটি প্রাইভেট
চাকরীর খবর, সুতরাং আবেদন করার আগে নিজে আরও ভালো ভাবে জেনে খোঁজ নিয়ে আবেদন
করবেন। কোনো রকম টাকা পয়সা চাইলে আপনারা এড়িয়ে যান, যদি আপনি টাকা পয়সা দেওয়ার জন্য
ভেবে থাকেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত, কোনো সমস্যায় পড়লে তার দায় একান্তই আপনার
নিজের।
0 Comments