আমফান ঘূর্ণিঝড়ে
ক্ষতিগ্রস্তরা পাচ্ছেন ২০,০০০/- হাজার টাকা
এখনই অনলাইনে
চেক করুন নামের লিস্ট
সুপার সাইক্লোন আম্ফানের বিধ্বস্ত তান্ডবের ফলে
পশ্চিমবঙ্গের বহু জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধুলিস্যাৎ
হয়েছে গোটা সুন্দরবন ও লাগোয়া এলাকা। এই আম্ফানের তান্ডব কতটা ভয়াবহ ছিল সেটা এর
ক্ষতির পরিমাণ দেখলেই সহজে বোঝা করা যায়। আম্ফানের ক্ষতিগ্রস্ত সমস্ত মানুষের পাশে আছে
পশ্চিমবঙ্গ সরকার। যাতে
ক্ষতিগ্রস্ত মানুষদের কোন রকম অসুবিধা না হয় সে জন্য বিভিন্ন রকম ত্রাণের
ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ সরকার। কেন্দ্রকে দেওয়া
রাজ্যের তরফ থেকে এক রিপোর্টে বলা হয়েছে আম্ফানের তান্ডব
এতোটাই প্রকট ছিল যে কারণে প্রায় ২৪ লক্ষ ঘরবাড়ি
ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু বাড়ি ঘর নয় কৃষি যোগ্য জমিও আম্ফানের কারণে
ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন
অনেক জমি আছে যেগুলো জলের তলায়।
নবান্ন
সূত্রের খবর, কেন্দ্রীয়
সরকারের কাছে রাজ্য রাজ্য সরকার ১ লক্ষ ২ হাজার ৪৪২ কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছে।
ত্রাণ
যাতে প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে যায় তার ব্যবস্থা করেছেন রাজ্য
সরকার।
আম্ফানের ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ কৃষক এবং চাষীদের নামের লিস্ট
এই বিধ্বস্ত অম্ফামের কবলে
যারা পড়েছেন বা যে সমস্ত কৃষক বা চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে পশ্চিমবঙ্গ
সরকার 20000 হাজার টাকা করে ত্রাণ দেওয়ার
ব্যবস্থা করেছেন। এই
আর্থিক সাহায্য বা ত্রাণ যাতে প্রত্যেকটি ক্ষতিগ্রস্থ মানুষের কাছে পৌঁছায় সে
বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করা ব্যবস্থা নেবেন।
আম্ফানে ক্ষতিগ্রস্ত চাষি এবং কৃষকরা এখনই List চেক
করে নিন। এই
লিস্টে যাদের নাম থাকবে তারাই ২০,০০০/- টাকা ত্রাণ পাবেন।
0 Comments