গ্রাহকদের জন্য
সুখবর!
জিও নিয়ে এল
দারুণ অফার
---------------------------------------------------
তাহলে আসুন জেনে নেওয়া যাক জিও
কি অফার এনেছে গ্রাহকদের জন্য
গ্রাহকদের জন্য সুখবর ৷ জিও নিয়ে এল
All-In-One plans ৷ মাত্র ২২২ টাকা প্রতি মাসে শুরু হচ্ছে এই প্ল্যানটি ৷ এই প্ল্যানে
গ্রাহকরা পেয়ে যাবেন প্রতিদিন ২জিবি 4G ডেটা, অন্য জিও নম্বরে বিনামূল্যে আনলিমিটেড
কল করার সুবিধা ৷ একটি জিও নম্বর থেকে অন্য জিও নম্বরে যতখুশি ফোন করা যাবে। জিও ছাড়া
অন্য সংস্থায় এক হাজার মিনিট পর্যন্ত কথা বলার সুযোগ থাকছে। পাশাপাশি মিলবে আনলিমিটেড
এসএমএস করার সুবিধা ৷ সংস্থার তরফে দাবি করা হয়েছে বাজারে অন্য অফারের থেকে ২০ থেকে
৫০ শতাংশ সস্তা ৷
জিও তরফে জানানো হয়েছে বেস প্ল্যানের
উপর অতিরিক্ত ১১১ টাকা বাড়তি রিচার্জ করায় মিলবে ১ মাসের অতিরিক্ত পরিষেবা ৷ এর মানে
এই প্ল্যানে ৩৩৩ টাকায় ২ মাসের, ৪৪৪ টাকায় তিন মাসের পরিষেবা মিলবে ৷ ১ মাস, ২ মাস
ও ৩ মাসের প্ল্যান কিনতে পারবেন জিও গ্রাহকরা। জিও-র নতুন গ্রাহক ছাড়াও পুরনোরাও এর সুবিধা নিতে পারবেন।
সংস্থার দাবি, বাজারের অন্য যে কোনও সংস্থা তো বটেই, এমনকি জিও-র নিজস্ব প্ল্যানের
তুলনাতেও অল ইন ওয়ান প্ল্যানে
খরচ অনেক কম। মেয়াদ ফুরনোর পর মাত্র ১১১ টাকায় আরও একমাস একই ধরনের সুবিধা নিতে পারবেন
জিও গ্রাহকরা।
আপনি যদি বর্তমানে জিও ২জিবি প্ল্যান
ব্যবহার করেন তাহলে তিন মাসের জন্য আপনাকে ৪৪৮ টাকা দিত হয় ৷ এর বদলে All-In-One
plans ব্যবহার করলে তিন মাসের জন্য দিতে হবে ৪৪৪ টাকা ৷ সঙ্গে মিলবে ১০০০ টাকা অন্য
নেটওয়ার্কে কল করার সুবিধা যার জন্য বর্তমানে আপনাকে বাড়তি ৮০ টাকা দিতে হচ্ছে ৷
এবার নিজেই নিজের প্ল্যান
গুলো যাচাই করে নিন। কীভাবে যাচাই করবেন সেটা জানতে হলে নীচে দেওয়া ভিডিওর লিঙ্কে ক্লিক
করুন
0 Comments